আন্তর্জাতিক

এশিয়া মাহাদেশের দেশগুলোর নাম রাজধানী ও মুদ্রা

এশিয়া মাহাদেশের দেশগুলোর নাম রাজধানী ও মুদ্রা : সাতটি মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশ সবচেয়ে বড় । এশিয়া মহাদেশের আয়তন ৪,৪৫,৭৯,০০০ বর্গ কি.মি. ।  এশিয়ার জনসংখ্যাও সবচেয়ে বেশি । এশিয়া মহাদেশের জনসংখ্যা : ২০২১ সালের হিসাব অনুযায়ী এই মহাদেশে বসবাসকারী জনসংখ্যা  ৪৬৯,৪৫,৭৬,১৬৭ জন ।

এশিয়া মহাদেশের দেশ কয়টি : এশিয়া মহাদেশে মোট ৫১টি দেশ রয়েছে । এর মধ্যে স্বাধীন ও সার্বভোম দেশ রয়েছে ৪৯টি । আসুন আমরা জেনে নিই, এশিয়া মহাদেশের দেশগুলোর নাম রাজধানী ও মুদ্রা র নাম ।

সিলেট বিভাগের জেলা ও উপজেলা সমূহ

এশিয়া মহাদেশ

এশিয়া মাহাদেশের দেশগুলোর নাম রাজধানী ও মুদ্রা

দেশের নাম- রাজধানী- মুদ্রা

১। বাংলাদেশ – ঢাকা – টাকা

২ । ভারত – নয়াদিল্লী – রুপি

৩। পাকিস্তান – ইসলামাবাদ – রুপি

৪। শ্রীলঙ্কা – কলোম্ব – রুপি

৫। নেপাল – কাঠমুন্ডু – রুপি

৬। ভুটান – থিম্পু – গুলড্রাম

৭। মালদ্বীপ – মালে – রুপী

৮। মায়ানমার – নাইপিদো – কিয়াত

৯। আফগানিস্তান – কাবুল – আফগানি

১০। ইন্দোনেশিয়া – জাকার্তা – রুপিয়া

১১। মালয়েশিয়া – কুয়ালালামপুর – রিঙ্গিত

১২। সিঙ্গাপুর – সিঙ্গাপুর সিটি – ডলার

১৩। থাইল্যান্ড – ব্যাংকক – বাথ

১৪। ভিয়েতনাম – হ্যানয় – ডং

১৫। লাওস – ভিয়েন তিয়েন – কিপ

১৬। কম্বোডিয়া- নমপেন – রিয়েল

১৭। ব্রুনাই – বন্দর সেরী – ডলার

১৮। পূর্ব তিমুর – দিলি – রুপাইয়া

১৯। ফিলিপাইন – ম্যানিলা – পেসো

২০। কাজিকিস্তান – আলমাআতা – টোঙর টেঙ্গে

২১। কিরগিজিস্তান – বিশবেক – সোম

২২। তাজিকিস্তান – দুশানবে – রুবল

২৩। তুর্কমেনিস্তান – আশাখাবাদ – মানাত

২৪। উজবেকিস্তান – তাশখন্দ – সোম

২৫। আজারবাইজান – বাকু – মানাত

২৬। চীন – বেইজিং –  উয়ান

২৭। জাপান – টোকিও- ইয়েন

২৮। উত্তর কোরিয়া – পিয়ং ইয়ং – ওয়োন

২৯। দক্ষিণ কোরিয়া – সিউল – ওয়োন

৩০। দক্ষিণ কোরিয়া – সিউল – তাইওয়ান ডলার

৩১। মঙ্গোলিয়া – উলান বাতুর – তুঘরিক

৩২। বাহরাইন – মানামা – দিনার

৩৩। ইরান – তেহরান – রিয়াল

৩৪। ইরাক – বাগদাদ – দিনার

৩৫। ইসরাইল – তেলআবিব – শেকেল

৩৬। জর্ডান – আম্মান – দিনার

৩৭। কুয়েত – কুয়েত সিটি – দিনার

৩৮। লেবানন – বৈরুত – পাউন্ড

৩৯। ওমান – মাসকট – ওমানি রিয়াল

৪০। কাতার – দোহা – রিয়াল

৪১। সৌদি আরব – রিয়াদ – রিয়াল

৪২। সিরিয়া – দামেস্ক – পাউন্ড

৪৩। ইয়েমেন – সানা – রিয়াল

৪৪। সংযুক্ত আরব আমিরাত – আবুধাবি – দিরহাম

৪৫। তুরস্ক – আঙ্কারা – লিরা

৪৬। ফিলিস্তিন – রামাল্লা – দিনার ।

৪৭। সাইপ্রাস – নিকোশিয়া –  ইউরো

৪৮। আর্মেনিয়া – ইয়েরেভান – ড্রাম

৪৯। তাইওয়ান- তাইপে – তাইওয়ান ডলার

এশিয়া মাহাদেশের দেশগুলোর নাম রাজধানী ও মুদ্রা র নাম সংক্রান্ত পোস্টটি আপনার উপকারে আসলে আমাদের শ্রম স্বার্থক হবে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট করবেন । ধন্যবাদ।

Samim Ahmed

Hey! I'm Samim Ahmed (Admin of ShikhiBD). I love to write and read on the topic of current affairs. Since my childhood; I have been an expert in writing feature posts for various magazines.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *