লেখাপড়াসমসাময়িক

কম্পিউটার কীবোর্ড শর্টকাট Computer Keyboard Shortcut

কম্পিউটার কীবোর্ড শর্টকাট Computer Keyboard Shortcuts শিখে রাখুন – কেবল মাউসের উপর নির্ভরশীল না হয়ে কম্পিউটারে কীবোর্ড শর্টকাট (Computer Keyboard Shortcuts) ব্যবহার করেই দ্রুত টাইপিং করা যায় । তবে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকত হবে। কীবোর্ড এর কন্ট্রোল(Ctrl) বাটন চেপে ধরে বিভিন্ন বাটন প্রেস করলে বিভিন্ন কাজ করা যায়। অধিকাংশ ক্ষেত্রেই আপনি লেখার যে অংশের পরিবর্তন করতে চান সে অংশকে আগে সিলেক্ট করে নিতে হবে।

shikhibd
keyboard shortcut

কম্পিউটার কীবোর্ড শর্টকাট Computer Keyboard Shortcut

মনে করুন আপনি টাইপ করলেন “Bangladesh” এখন আপনি “Bangladesh” লেখকাটাকে মোটা করতে চান।  তাহলে প্রথমে আপনাকে “Bangladesh” লেখাটাকে সিলেক্ট বা ব্লক করে নিতে হবে। এরপর আপনি Ctrl + B চাপলে কেবল ব্লক করা “Bangladesh” লেখাটা মোটা হয়ে যাবে।

আবার মনে করুন আপনি “Bangladesh” টাইপ করলেন। এবার আপনি চাইলেন লেখাটাকে পেইজের মাঝখানে নেবেন। তাহলে আপনাকে প্রথমে লেখাটাকে ব্লক বা সিলেক্ট করতে হবে। এরপর  Ctrl + E চাপতে হবে। তাহলে সিলেক্ট করা “Bangladesh”লেখাটি পেইজের ঠিক মাঝখানে চলে আসবে।

এছাড়াও আপনি টাইপ করার পূর্বেই যদি বিভিন্ন কমান্ড সেটআপ করে নেন, তাহলে আপনার টাইপিংও সেই কমান্ড অনুযায়ী হবে।

জাপানের শিক্ষা ব্যবস্থা Education System of Japan

তাই কীবোর্ড শর্টকাট শিখে রাখুন Computer Keyboard Shortcut . আসুন আমরা জেনে নিই (Computer Keyboard Shortcut) কীবোর্ড শর্টকাটগুলো জেনে নিই :

কম্পিউটারের কীবোর্ডের শর্টকাট

Ctrl + A = চলমান ডকুমেন্টের সবকিছু সিলেক্ট করতে।

Ctrl + B = সিলেক্ট করা লেখা বোল্ড করতে।

Ctrl + C = সিলেক্ট করা লেখা কপি করতে।

Ctrl + D = সিলেক্ট করা ফন্ট এর স্টাইল, সাইজ পরিবর্তন করতে।

Ctrl + E = লেখাটাকে পেইজের মাঝখানে আনতে ।

Ctrl + F = কোনো প্যারাগ্রাফ লেখার মাঝে কোনো শব্দ কতবার আছে তা জানতে।

Ctrl + G = কত নাম্বার পেইজে যেতে চাই তা সরাসরি যেতে।

Ctrl + H = কোনো লেখা খুঁজতে এবং রিপ্লেস করতে।

Ctrl + I = সিলেক্ট করা কোনো লেখাতে বাঁকা করতে।

Ctrl + J =  লেখার ডান ও বাম উভয় প্রান্ত সমান করতে। আগে লেখাটা সিলেক্ট করে নিতে হবে।

Ctrl + K = সিলেক্ট করা লেখাকে হাইপারলিংক করতে। অর্থাৎ কোনো লেখাকে টাচ করলে আপনাকে নির্দিষ্ট ঠিকানায় নিয়ে যাবে। যেমন-

Ctrl + L = সিলেক্ট করা লেখার শুধুমাত্র বাম দিক সমান করতে ।

Ctrl + M = সিলেক্ট করা লেখাকে ডান দিকে চাপিয়ে আনতে।

Computer Keyboard Shortcut in Bengali

Ctrl + N = নতুন আরেকটি পেইজ নিতে।

Ctrl + O = আগের সেভ করা কোনো ফাইল ওপেন করতে।

Ctrl + P = চলমান পেইজ প্রিন্ট করতে ।

Ctrl + Q = সিলেক্ট করা প্যারাগ্রাফ আগের অবস্থায় ফিরিয়ে নিতে। অনেকটা Undo এর মতো।

Ctrl + R = সিলেক্ট করা লেখার কেবলমাত্র ডান দিকটা সমান করতে।

Ctrl + S = চলমান পেইজ সেভ করতে ।

Ctrl + T = সিলেক্ট করা প্যারাগ্রাফের কেবল প্রথম লাইনটি রেখে বাকি লাইনগুলো ডান দিকে চাপাতে।

Ctrl + U = সিলেক্ট করা লেখার নিচে দাঁগ(Underline) দিতে।

Ctrl + V = আগে থেকে কাট বা কপি করা কোনো লেখা বা অন্যকিছুকে পেস্ট করতে।

Ctrl + W = চলমান ডকুমেন্ট থেকে বের হতে।

Ctrl + X = সিলেক্ট করা লেখা cut/কাট করতে।

Ctrl + Z = সর্বশেষ কাজটিতে পুনরায় ফিরে যেতে(Undo)।

Ctrl + Y = সর্বশেষ ফিরে যাওয়া কাজটি থেকে আগের স্থানে ফেরত(Redo) আসতে।

চট্টগ্রাম বিভাগের জেলা ও উপজেলা সমূহ জানুন

কম্পিউটারে কীবোর্ড শর্টকাট (Computer Keyboard Shortcuts) সম্পর্কিত এই লেখাগুলো কপি করে আপনার কোনো ওয়ার্ড ফাইল বা নোট প্যাডে রেখে দিতে পারেন। মাঝেমাঝে কয়েকবার দেখে নিলে এবং প্র্যাকটিস করতে করতে একসময় আপনার আয়ত্ত্বে এসে যাবে। যদি লেখাগুলো আপনার কাজে লাগে তাহলেই আমাদের শ্রম স্বার্থক হবে। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ধন্যবাদ।

Samim Ahmed

Hey! I'm Samim Ahmed (Admin of ShikhiBD). I love to write and read on the topic of current affairs. Since my childhood; I have been an expert in writing feature posts for various magazines.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *