কোটা সংস্কার আন্দোলনের শ্লোগান ২০২৪
কোটা সংস্কার আন্দোলনের শ্লোগান ২০২৪: বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ ছাত্র আন্দোলন হচ্ছে কোটা সংস্কার আন্দোলন যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামেও পরিচিতি । ২০২৪ সালের জুলাই মাসে মুক্তিযোদ্ধা কোটাসহ মোট ৫৬% সংরক্ষিত কোটা বাতিলের দাবিতে ছাত্ররা এই আন্দোলন শুরু করে। ছাত্রদের এই আন্দোলন কঠোর হাতে দমনের লক্ষ্যে সরকার ব্যাপক পুলিশ মোতায়েন করে।
এসময় পুলিশের গুলিতে কয়েকজন আন্দোলনকারী ছাত্র নিহত হলে জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। কেবল সরকারি হিসাব মতেই ২০০ জনের মতো মানুষ নিহত হয়। তবে বেসরকারি মতে এই সংখ্যা আরো অনেক বেশি।ফলে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে ছাত্র আন্দোলন – এ যোগ দেন শিক্ষক, অভিভাবকসহ নানান শ্রেণি-পেশার মানুষেরা ।
কোটা সংস্কার আন্দোলনে সমসাময়িক নানান কথা, তর্ক আর বক্তব্যের পরিপ্রেক্ষিতে নতুন নতুন নানান শ্লোগান নিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা ।

কোটা সংস্কার আন্দোলনের শ্লোগান ২০২৪
কোটা সংস্কার আন্দোলনে ব্যবহুত শ্লোগানগুলো ছিল নিম্নরূপঃ
১। লাখো শহীদের রক্তে কেনা
দেশটা কারো বাপের না।
২। মুক্তিযুদ্ধের চেতনা
দেশটা কারো বাপের না।
৩। রক্তে আগুন লেগেছে,
লেগেছে তো লেগেছে ।
দিয়েছি তো রক্ত,
আরো দেবো রক্ত ।
রক্তের বন্যায়
ভেসে যাবে অন্যায়।
৪। চেয়েছিলাম অধিকার
হয়ে গেলাম রাজাকার।
৫। তুমি কে আমি কে ?
রাজাকার রাজাকার।
কে বলেছে কে বলেছে ?
স্বৈরাচার স্বৈরাচার।
৬। সীমান্তে মানুষ মরে
বিজিবি কি করে ?
৭। কে এসেছে কে এসেছে ?
পুলিশ এসেছে পুলিশ এসেছে।
কী করছে কী করছে ?
স্বৈরাচারের পা চাটছে।
৮। ছিঃ ছিঃ ছিঃ হাসিনা
তোমায় ভালোবাসি না ।
৯। পা চাটলে ‘সঙ্গী’
না চাটলে ‘জঙ্গী’।
১০। কথায় কথায় ‘বাংলা ছাড়’
বাংলা কি তোর বাপ-দাদার ?
হজ কাকে বলে । হজের ফরজ কয়টি । হজের ওয়াজিব কয়টি বিস্তারিত জেনে নিন
১১। আপোস না সংগ্রাম ?
সংগ্রাম, সংগ্রাম।
দালালী না রাজপথ ?
রাজপথ, রাজপথ ।
১২। কোটা না মেধা ?
মেধা, মেধা ।
১৩। সারা বাংলায় খবর দে
স্বৈরাচারের কবর দে।
১৪। জেগেছে রে জেগেছে
ছাত্রসমাজ জেগেছে।
১৫। ক্যাম্পাসে পুলিশ কেন ?
জবাব চাই, জবাব চাই।
আমার ভাই মরলো কেন ?
জবাব চাই, জবাব চাই।
১৬। কোন কোটায় দাফন হবে
লাশের হিসাব কে দিবে ?
১৭। আমার সোনার বাংলায়
বৈষম্যের ঠাঁই নাই ।
১৮। সারা বাংলায় খবর দে
কোটা প্রথার কবর দে ।
চুল পড়ার কারণ । চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায়
১৯। কে রাজাকার কে রাজাকার ?
তুই রাজাকার, তুই রাজাকার ।
২০। আটক করে আন্দোলন
বন্ধ করা যাবে না ।
২১। পুলিশ ঢুকলে ক্যাম্পাসে
আমরা ঢুকবো সংসদে।

একটি প্রাণও হারানো প্রত্যাশিত নয়। কারো মায়ের বুক খালি হোক – এটা কখনোই কাম্য নয়। তাই আসুন সকলের মতের প্রতি শ্রদ্ধা রেখে সবাই মিলেমিশে বসবাস করি। দেশকে ভালোবাসি, দেশের কল্যানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।
বিঃদ্রঃ পোস্টটি কোনো ব্যাক্তি বা দলকে ছোট করার জন্য নয়। পোস্টটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র ।



