চতুর্ভুজ কাকে বলে ? বিভিন্ন প্রকার চতুর্ভুজের সংজ্ঞা, বৈশিষ্ট্য
চতুর্ভুজ কাকে বলে ? বিভিন্ন প্রকার চতুর্ভুজের সংজ্ঞা, বৈশিষ্ট্য : আজকের পোস্ট থেকে আমরা চতুর্ভুজের সংজ্ঞা, বেশিষ্ট্য এবং বিভিন্ন প্রকার চতুর্ভুজ সম্পর্কে চিত্রসহ জানবো ।

চতুর্ভুজ কাকে বলে ? বিভিন্ন প্রকার চতুর্ভুজের সংজ্ঞা, বৈশিষ্ট্য
চতুর্ভুজ কাকে বলে
চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে । চতুর্ভুজে চারটি বাহু এবং চারটি কোণ থাকে ।
চতুর্ভুজের চারটি বৈশিষ্ট্য
চতুর্ভুজের চারটি বৈশিষ্ট্য হচ্ছে-
১। চতুর্ভুজের চারটি বাহু থাকে।
২। চতুর্ভুজের চারটি কোণ থাকে।
৩। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি ৩৬০ ডিগ্রি।
৪।চতুর্ভুজের দুইটি কর্ণ আছে ।
আয়ত কাকে বলে ? আয়তের তিনটি বৈশিষ্ট্য
যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাকে আয়ত বলে ।
আয়তের তিনটি বৈশিষ্ট্য হচ্ছে-
১। আয়ত একটি চতুর্ভুজ।
২। আয়তের সবগুলো কোণ সমকোণ ।
৩। আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ।
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

বর্গ কাকে বলে ? বর্গের বৈশিষ্ট্য
যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে ।
বর্গের বৈশিষ্ট্য হচ্ছে-
১। বর্গ একটি চতুর্ভুজ।
২। বর্গের সবগুলো কোণ সমকোণ ।
৩। বর্গের সবগুলো বাহুগুলো সমান ।
বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
যেহেতু বর্গের সবগুলো বাহুই এক সমান সেহেতু বর্গের যেকোনো দুই বাহুর গুণফল হচ্ছে বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে-
বর্গের ক্ষেত্রফল = বাহু × বাহু
হজ কাকে বলে । হজের ফরজ কয়টি । হজের ওয়াজিব কয়টি
ট্রাপিজিয়াম কাকে বলে ? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য
যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে।
ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য
১। ট্রাপিজিয়াম একটি চতুর্ভুজ।
২। ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল ।
৩। ট্রাপিজিয়ামের চার কোণের সমষ্টি ৩৬০ ডিগ্রি।

সামান্তরিক কাকে বলে
যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাকে সামান্তরিক বলে।
সামান্তরিকের বৈশিষ্ট্য
১। সামান্তরিক একটি চতুর্ভুজ ।
২। এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান।
৩। এর বিপরীত কোণগুলো পরস্পর সমান ।
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র = ভূমি × উচ্চতা
আল মাহমুদের কবিতা : সেরা পাঁচটি কবিতা
রম্বস কাকে বলে ? রম্বসের বৈশিষ্ট্য
যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাকে রম্বস বলে ।

রম্বসের বৈশিষ্ট্য
১। রম্বসের চারটি বাহুই সমান ।
২। কোণগুলো সমকোণ নয়।
৩। বিপরীত বাহু হুলো পরস্পর সমান ।



