ঢাকা বিভাগের জেলা ও উপজেলা সমূহ
![ঢাকা বিভাগের জেলা ও উপজেলা সমূহ](https://shikhibd.com/wp-content/uploads/2023/06/dhaka.png)
![ঢাকা বিভাগের জেলা-উপজেলা](https://shikhibd.com/wp-content/uploads/2023/06/dhaka.png)
ঢাকা বিভাগের জেলা ও উপজেলা সমূহ
ঢাকা বাংলাদেশের রাজধানী এবং প্রধান বিভাগ । ঢাকা বিভাগে মোট ১৩টি জেলা , ৮৯টি উপজেলা ও ৮৮৫টি ইউনিয়ন রয়েছে। ঢাকা বিভাগের আয়তন ৩১০৫১ বর্গ কি.মি. ।
ঢাকা বিভাগের জেলাসমূহ হচ্ছেঃ ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর,
ঢাকা বিভাগের উপজেলা সমূহ :
জেলাওয়ারি উপজেলাসমূহের নাম নিম্নে দেয়া হলো –
১। ঢাকাঃ ঢাকা জেলায় মোট ৫ টি উপজেলা রয়েছে । ধামরাই, দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, সাভার ।
২। কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জ জেলায় মোট ১৩টি উপজেলা রয়েছে । কিশোরগঞ্জ সদর, অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদি, কুলিয়ারচর, মিঠামাইন, নিকলী, পাকুন্দিয়া, তাড়াইল ।
৩। গাজীপুরঃ গাজীপুর জেলায় মোট ৫টি উপজেলা রয়েছেঃ গাজীপুর সদর, কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর ।
৪। গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলায় মোট ৫টি উপজেলা রয়েছেঃ গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া, টুঙ্গীপাড়া, মুকসুদপুর ।
হযরত সালমান ফারসির ইসলাম গ্রহণের লোমহর্ষক কাহিনী
৫। টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলায় মোট ১২টি উপজেলা রয়েছেঃ টাঙ্গাইল সদর, বাসাইল, ভুয়াপুর, দেলদুয়ার, ঘাটাইল, গোপালপুর, কালিহাতি, মধুপুর, মির্জাপুর, নাগরপুর, সখিপুর, ধনবাড়ি ।
৬। নরসিংদীঃ নরসিংদী জেলায় মোট ৬টি উপজেলা রয়েছেঃ নরসিংদী সদর, বেলাবো, মনোহরদী, পলাশ, রায়পুর, শিবপুর ।
৭। নারায়নগঞ্জঃ নারায়নগঞ্জ জেলায় মোট ৫টি উপজেলা রয়েছেঃ নারায়নগঞ্জ সদর, আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর, রূপগঞ্জ ।
৮। ফরিদপুরঃ ফরিদপুর জেলায় মোট ৯টি উপজেলা রয়েছেঃ ফরিদপুর সদর, আলফাডাঙা, ভাঙ্গা, বোয়ালমারী, চর ভদ্রাসন, মধুখালী, নগরকান্দা, সদরপুর, সালথা ।
৯। মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলায় মোট ৭টি উপজেলা রয়েছেঃ মানিকগঞ্জ সদর, দৌলতপুর, ঘিওর, হরিরামপুর, সাটুরিয়া, শিবালয়, সিঙ্গাইর ।
কম্পিউটার কীবোর্ড শর্টকাট Computer Keyboard Shortcut
১০। মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জ জেলায় মোট ৬টি উপজেলা রয়েছেঃ মুন্সীগঞ্জ সদর, গজারিয়া, লৌহজং, সিরাজদীখান, শ্রীনগর, টঙ্গীবাড়ী ।
১১। রাজবাড়ীঃ রাজবাড়ী জেলায় মোট ৫টি উপজেলা রয়েছেঃ রাজবাড়ী সদর, বালিয়াকান্দী, গোয়ালন্দ, পাংশা, কালুখালী ।
১২। শরীয়তপুরঃ শরীয়তপুর জেলায় মোট ৬টি উপজেলা রয়েছেঃ শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট, নড়িয়া, জাজিরা ।
১৩। মাদারীপুরঃ মাদারীপুর জেলায় মোট ৫টি উপজেলা রয়েছেঃ ১। কালকিনী ২। মাদারীপুর সদর ৩। রাজৈর ৪। শিবচর ৫। ডাসা
তথ্যসূত্রঃ ঢাকা বিভাগ