দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম, রাজধানী, মুদ্রা
দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তন – দক্ষিণ আমেরিকা মহাদেশ আয়তনে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ । মহাদেশটির আয়তন ১৭,৮৪০,০০০ বর্গ কি.মি.। দক্ষিণ আমেরিকা মহাদেশে ১৪টি মতান্তরে ১২টি দেশ রয়েছে ।
এক নজরে দক্ষিণ আমেরিকা মহাদেশ

দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রার নাম হচ্ছেঃ
দেশের নাম – রাজধানী – মুদ্রা
১। আর্জেন্টিনা – বুয়েন্স আয়ার্স- পেসো
২। ইকুয়েডর – কুইটো- মার্কিন ডলার
৩। উরুগুয়ে – মন্টিভিডিও- উরুগুয়ে পেসো
৪। কলম্বিয়া- বগোটা- কলম্বিয়ান পেসো
৫। গায়ানা – জর্জটাউন- গায়ানিস ডলার
৬। চিলি – সান্টিয়াগো- চিলিয়ান পেসো
৭। প্যারাগুয়ে – আসুনসিওন- গরানি
৮। বলিভিয়া- লাপাজ- বলিভিয়ানো
৯। ব্রাজিল – ব্রাসিলিয়া- রিয়েল
১০। ভেনিজুয়েলা – কারাকাস – বলিভার
১১। সুরিনাম – পারামারিবো- সুরিনামি ডলার
১২। পেরু – লিমা- সোল
১৩। ফ্রেঞ্চগায়ানা – কেনি – কাইয়েন
১৪। ত্রিনিদাদ ও টোবাগো – পোর্ট অব স্পেন – ত্রিনিদাদ ও টোবাগো ডলার
সম্পর্কিত আর্টিকেলঃ এক নজরে উত্তর আমেরিকা মহাদেশের দেশসমূহের তালিকা দেখুন।
ল্যাটিন আমেরিকার দেশ কয়টি ও কি কি?
জাতিসংঘ বা ইউনাইটেড ন্যাশনের মতে, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলসহ মোট ৩৩ টি দেশের নিয়ে গঠিত।
যেমন: 1. ব্রাজিল, 2. মেক্সিকো, 3. কলম্বিয়া, 4. আর্জেন্টিনা, 5. পেরু, 6. ভেনিজুয়েলা, 7. চিলি, 8. ইকুয়েডর, 9. গুয়াতেমালা, 10. বলিভিয়া, 11. হাইতি, 12. ডোমিনিকান প্রজাতন্ত্র, 13 কিউবা, 14. হন্ডুরাস, 15. নিকারাগুয়া, 16. প্যারাগুয়ে, 17. এল সালভাদর, 18. কোস্টারিকা, 19. পানামা, 20. উরুগুয়ে, 21. জ্যামাইকা, 22. ত্রিনিদাদ এবং টোবাগো, 23. গায়ানা, 24. , 25. বাহামা, 26. বেলিজ, 27. বার্বাডোস, 28. সেন্ট লুসিয়া, 29. গ্রেনাডা, 30. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, 31. অ্যান্টিগুয়া এবং বারবুডা, 32. ডোমিনিকা, 33. সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের নিয়ম ও দোয়া জেনে নিন
দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর
বর্তমান বিশ্বের উন্নত ও ধনী রাষ্ট্রসমূহ নিয়ে প্রতিষ্ঠিত দক্ষিণ আমেরিকা নিয়ে মানুষেরা যেসকল প্রশ্নগুলো জানতে চায়, তা নিচে দেওয়া হলো। হয়তোবা আপনারও উপকারে আসতে পারে, সুতরাং পোষ্টটি বুকমার্ক করে রাখতে পারেন।
দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ কয়টি ও কি কি?
(Independent country in South America) দক্ষিণ আমেরিকার সার্বভৌম ও স্বাধীন দেশ ১২ টি। যথা: ১) আর্জেন্টিনা, ২) বলিভিয়া, ৩) ব্রাজিল, ৪) চিলি, ৫) কলম্বিয়া, ৬) ইকুয়েডর, ৭) গায়ানা, ৮) প্যারাগুয়ে, ৯) পেরু, ১০) সুরিনাম, ১১) উরুগুয়ে, এবং ১২) ভেনেজুয়েলা।
দক্ষিণ আমেরিকার বৃহত্তম মরুভূমির নাম কি?
দক্ষিণ আমেরিকায় অবস্থিত বৃহত্তম মরুভূমির নাম: আতাকামা মরুভূমি। এটি উত্তর চিলিতে অবস্থিত। আতা’কামা বা আটাকামা বিশ্বের অন্যতম শুষ্ক মরুভূমি হিসাবে বিবেচনা করা যেতে পারে। কারণ এই মরুভূমিটি প্রায় ১,০০০ কিলোমিটার (প্রায় ৬০০ মাইল) বিস্তৃত এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি শুষ্ক ল্যান্ডস্কেপ, লবণের ফ্ল্যাট, বালির টিলা এবং পাথুরে ভূখণ্ডের বৈশিষ্ট্যযুক্ত।
সূত্র: quora.com
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশের নাম: ব্রাজিল। এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম কান্ট্রি হিসেবেও ব্রাজিল স্বীকৃত দেশ। এটি সাউথ-আমেরিকা মহাদেশের প্রায় অর্ধেক অঞ্চলজুড়ে বিস্তৃত।
দক্ষিণ আমেরিকার দুটি মরুভূমির নাম
সাউথ আমেরিকার দুটি উল্লেখযোগ্য মরুভূমি হলো: ১) আটাকামা বা আতাকামা মরুভূমি, ২) মন্টে মরুভূমি (Monte Desert)।
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি
দক্ষিণ আমেরিকায় অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো: আকোঙ্কাগুয়া বা অ্যাকনকাগুয়া শৃঙ্গ। যা আন্দিজ পাহাড়ের ৬,৯৬১ মিটার উচ্চতায় দৃশ্যমান রয়েছে।
দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে যেসকল কান্ট্রি রয়েছে, সেগুলোর অধিকাংশরাই ধনী ও উন্নত রাষ্ট্র। বিশেষত ইউরোপ কান্ট্রির মতোই অনেকটা।



