লেখাপড়া

দশমিক ভগ্নাংশ কাকে বলে ? সাধারণ ভগ্নাংশ কাকে বলে ?

দশমিক ভগ্নাংশ কাকে বলে তা জানার পূর্বে একবার আমরা জেনে নিই ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ প্রধানত কয় প্রকার : গণিতের একটি গুরুত্ব পাঠ হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ কথাটি এসেছে সংস্কৃত শব্দ থেকে । ভগ্নাংশকে ইংরেজিতে বলা হয় Fraction . ভগ্নাংশ শব্দটির মধ্যে দু’টি শব্দ রয়েছেঃ ভগ্ন+ অংশ । ভগ্ন অর্থ ভাঙা । সে হিসেবে ভগ্নাংশ শব্দটির অর্থ হচ্ছে ‘ভাঙা অংশ’ । গাণিতিক ভাষায়, একটি সংখ্যার ভাঙা অংশকেই বলা হয় ভগ্নাংশ।

দশমিক ভগ্নাংশ কাকে বলে
দশমিক ভগ্নাংশ কাকে বলে

দশমিক ভগ্নাংশ কাকে বলে ? সাধারণ ভগ্নাংশ কাকে বলে ?

ভগ্নাংশ কাকে বলে

সাধারণত দুই ভাবে ভগ্নাংশের সংজ্ঞা প্রদান করা যায়ঃ

একটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায়, তাকে ভগ্নাংশ বলে ।

অন্যভাবে বলতে গেলেঃ যে সকল রাশি লব ও হর দ্বারা প্রকাশ করা যায় তাকে ভগ্নাংশ বলে ।

সাধারণ ভগ্নাংশ কাকে বলে

যে ভগ্নাংশ লব ও হর দ্বারা গঠিত তাকে সাধারণ ভগ্নাংশ বলে । যেমন ৩/৫, ৫/১২ ইত্যাদি ।

শহীদ মিনার-জাতীয় পতাকা ও স্মৃতিসৌধ অংকন পদ্ধতি

সাধারণ ভগ্নাংশ কত প্রকার

সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা হয়ঃ ১। প্রকৃত ভগ্নাংশ ২। অপ্রকৃত ভগ্নাংশ এবং ৩। মিশ্র ভগ্নাংশ ।

১। প্রকৃত ভগ্নাংশঃ যে ভগ্নাংশে হর এর তুলনায় লব ছোট থাকে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে ।

প্রকৃত ভগ্নাংশ কাকে বলে
প্রকৃত ভগ্নাংশ কাকে বলে

২। অপ্রকৃত ভগ্নাংশঃ যে ভগ্নাংশে হর এর তুলনায় লব বড় থাকে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে ।

অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে
অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে

৩। মিশ্র ভগ্নাংশঃ যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে ।

মিশ্র ভগ্নাংশ কাকে বলে
মিশ্র ভগ্নাংশ কাকে বলে

আগ্নেয়গিরি কি- আগ্নেয়গিরি কাকে বলে ? বিশ্বের জীবন্ত ১০টি আগ্নেয়গিরি

দশমিক ভগ্নাংশ কাকে বলে

যে ভগ্নাংশকে দশমিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে দশমিক ভগ্নাংশ বলে ।

যেমন- ৩.২,  ৬.৫ ইত্যাদি।

ভগ্নাংশ সম্পর্কে উদাহরণসহ আরও বিস্তারিতভাবে জানতে পারেন এই পোস্ট থেকে ভগ্নাংশের সংজ্ঞা, কত প্রকার , কি কি, বিস্তারিত জেনে নিন

ভগ্নাংশ সম্পর্কে আপনার জিজ্ঞাসা থাকলে কমেন্টবক্সে জিজ্ঞেস করতে পারেন। কিংবা পোস্টটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন।

Samim Ahmed

Hey! I'm Samim Ahmed (Admin of ShikhiBD). I love to write and read on the topic of current affairs. Since my childhood; I have been an expert in writing feature posts for various magazines.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *