জনপ্রিয় গান থেকে বাছাই করা ভালোবাসার ছন্দ : আধুনিক বাংলা গান, ছায়াছবির গান থেকে বাছাই করা রোমান্টিক ভালোবাসার ক্যাপশন ভালোবাসার স্ট্যাটাস দিয়ে সাজানো আজকের পোস্ট। গানপ্রেমী হলো পোস্টটি শেয়ার করে রেখে দিতে পারেন । আসুন জেনে নিই মন জুড়ানো ভালোবাসা নিয়ে উক্তি ।

জনপ্রিয় গান থেকে বাছাই করা ভালোবাসার ছন্দ
১। আমি খোলা জানালা, তুমি ঐ দখিনা বাতাস ।
২। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম,
পৃথিবীর শেষবেলাতেও কাছে থাকবো।
এমনি করে প্রিয়া প্রিয়া প্রিয়া বলে ডাকবো ।
৩। শতবার পৃথিবীতে আসবো আমি,
তোমাকেই শুধু ভালোবাসবো আমি।
এরপরও জানি ভরবে না মন
আবারও চাইবো আমি নতুন জীবন।
৪। আমার সারা দেহ খেও গো মাটি
আমার চোখ দুটো মাটি খেও না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না।
৫। তুমি আছো সব আছে,
তুমি নাই কিছু নাই।
৬। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল ক্লান্ত দুপুরবেলা।
তুমি আমার সারা দিনমান, তুমি আমার সারাবেলা।
৭। আমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে
সেখানে তোমাকে আমি রেখেছি কতো না যতনে ।
৮। যেটুকু সময় তুমি থাকো পাশে
মনে হয় এ দেহে প্রাণ আছে।
বাকিটা সময় যেন মরন আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার ।
৯। আকাশ এতো মেঘলা যেওনা’ক একলা
এখনি নামবে অন্ধকার।
ঝড়ের জলতরঙ্গে নাচবে নদী রঙ্গে
ভয় আছে পথ হারাবার।
১০। চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারি।
তুমি আছো সেই যে আমার,
আমি আমি আছি সেই তোমারি।
১১। জানি যেখানেই থাকো, এখনো তুমি যে মোর গান ভালোবাসো।
১২। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, এ কী বন্ধনে জড়ালে গো বন্ধু !
১৩। আমি দূর হতে তোমাকে দেখেছি
আর মুগ্ধ হয়ে পথ চেয়ে থেকেছি।
১৪। এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার।
১৫। তুমি আছো আমি আঝি তাই
অনুভবে তোমারে যে পাই ।
১৬। তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই।
১৭। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে
তার নাম ভালোবাসা, তার নাম প্রেম ।
১৮। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবেনা ভোলা ।
১৯। তুমি আমার এমনই একজন
যাকে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন।
২০। তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে।
২১। আমি তোমারি প্রেম ভিখারি।
২২। তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবেনা এ মন।
২৩। ভালো আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লেখো ।
২৪। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু
তুমি শুধু ভালোবাসা দিও ।
২৫। আমার সারা দেহ খেও গো মাটি
আমার চোখ দুঁটো মাটি খেও না।
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না।
২৬। কতো দিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি ।
পদার্থ কি? পদার্থ কাকে বলে? পদার্থের বৈশিষ্ট্য। পদার্থ বিজ্ঞান । পদার্থ বিজ্ঞানের জনক কে?
২৭। চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারি ।
২৮। বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও,
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও ।
২৯। তুমি কি সেই আগের মতোই আছো,
নাকি অনেকখানি বদলে গেছ, খুব জানতে ইচ্ছে করে ।
৩০। জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই
পাছে ভালোবেসে ফেলো তাই, দূরে দূরে রই ।
৩১। কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে।
৩২। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম।
৩৩। আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই ।
৩৪। হয়তো কিছুই নাহি পাবো,
তবুও তোমায় আমি দূর থেকে ভালোবেসে যাবো ।
৩৫। জানি যেখানেই থাকো, এখনো তুমি যে
মোর গান ভালোবাসো ।
৩৬। কী আশায় বাঁধি খেলাঘর বেদনারই বালুচরে
নিয়তি আমার ভাগ্য নিয়ে যে নিশিদিন খেলা করে ।
৩৭। যদি তোমায় আমি চাঁদ বলি ভুল হবে আমার
তুমি চাঁদের চেয়েও সুন্দর।
গ্রাম বাংলার ১০০+ প্রবাদ বাক্য
৩৮। যদি তোমায় আমি ফুল বলি ভুল হবে আমার
তুমি ফুলের চেয়েও সুন্দর ।
৩৯। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার,
শুধু দুজনার ।
৪০। বুঝিনি তো আমি
পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামী ।
৪১। আমার এই জীবন মরন শুধুই তোমার
আর কারো নয় ।
তুমি যে ভালোবেসে ভরিয়ে দিলে আমার হৃদয় ।
৪২। কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না
কেন স্বপ্ন ভেঙে যায়, মানুষ কথা দিয়ে কথা রাখে না ।
৪৩। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম ।
৪৪। একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো ।
৪৫। চলে যায় যদি কেউ বাধন ছিড়ে
কাঁদিস কেন মন ।
৪৬। এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয় ।
নিজে নিজে জ্বলে পুড়ে পাষাণে বাঁধে যে হৃদয়।
৪৭। তোমারে লেগেছে এতো যে ভালো
চাঁদ বুঝি তা জানে ।
৪৮। সবাই তো ভালোবাসা চায়
কেউ পায়, কেউ বা হারায় তাতে প্রেমিকের কী আসে যায় ।
৪৯। সবাই তো সুখী হতে চায়
কেউ সুখী হয় কেউ হয় না ।
৫০। কী যাদু করেছ বলো না
ঘরে আর থাকে যে হলো না ।
জনপ্রিয় গান থেকে বাছাই করা ভালোবাসার ছন্দ : পোস্টটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্টবক্সে জানাতে ভুল করবেন না । ধন্যবাদ । #ভালোবাসা নিয়ে উক্তি #ভালোবাসার ক্যাপশন ।



