সৌদি আরবের তথ্য : আয়তন, মুদ্রা, টাইম ইত্যাদি
সৌদি আরবের তথ্য : সৌদি আরব এশিয়া মহাদেশে অবস্থিত একটি অন্যতম মুসলিম দেশ। ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র এই সৌদি আরব। সৌদি আরবের উত্তরে জর্দান ও ইরাক, উত্তর-পূর্বে কুয়েত, পূর্বে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্বে ওমান এবং দক্ষিণে ইয়েমেন অবস্থিত।
সৌদি আরব বিশ্বর অন্যতম তেলসমৃদ্ধ দেশ। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দেশ এশিয়ার অন্যতম ধনী-ঐশ্বর্যশালী দেশ। আজকের পোস্ট থেকে আমরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো ।

সৌদি আরবের তথ্য : আয়তন, মুদ্রা, টাইম ইত্যাদি
সৌদি আরবের আয়তন কত
সৌদি আরবের আয়তন প্রায় ২১,৫০,০০০ বর্গ কিমি।
সৌদি আরবের রাজধানীর নাম কি
সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ।
সৌদি আরবের ডায়ালিং কল কোড কত
সৌদি আরবের ডায়ালিং কল কোড হচ্ছে +৯৬৬
চুল পড়ার কারণ । চুল পড়া বন্ধ করার উপায়
সৌদি আরবের ভাষা
সৌদি আরবের ভাষা হচ্ছে আরবি। আরবি সৌদি আরবের সরকারি ভাষা।
সৌদি আরব টাইম জোন
সৌদি আরব টাইম জোন হচ্ছে জিএমটি +৩ (GMT +3)
শহীদ মিনার-জাতীয় পতাকা ও স্মৃতিসৌধ অংকন পদ্ধতি
সৌদি আরব টাইম
সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য ৩ ঘণ্টা। সৌদি আরবের চেয়ে বাংলাদেশের সময় ৩ ঘণ্টা এগিয়ে। অর্থাৎ বাংলাদেশে যখন সময় সকাল ১১:০০টা তখন সৌদি আরবের সময় সকাল ৮:০০টা।
সৌদি আরবের মুদ্রার নাম
সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল । ১ আমেরিকান ডলার সমান সৌদি ৩.৭৫রিয়াল ।
দশমিক ভগ্নাংশ কাকে বলে ? সাধারণ ভগ্নাংশ কাকে বলে ?
সৌদি আরবের ১ টাকা বাংলাদেশের কত টাকা
সৌদি আরবের ১ টাকা সমান বাংলাদেশের ৩১.৭৬ টাকা
সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত
যেহেতু সৌদি আরবের ১ টাকা সমান বাংলাদেশের ৩১.৭৬ টাকা, সে হিসেবে সৌদি আরবের ১০০ টাকা সমান বাংলাদেশের ৩১৭৬ টাকা।
সৌদি আরব মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র। সৌদি আরব সম্পর্কে তথ্য গুলো জেনে রাখা প্রয়োজন বিশেষতঃ যারা সৌদি আরব যেতে চান তাদের জন্য। সৌদি আরব সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন উইকিপিডিয়া থেকেও।
নীলনদ আর পিরামিডের দেশ গল্প : সৈয়দ মুজতবা আলী
সন্ধ্যের দিকে জাহাজ সুরেজ বন্দরে পৌঁছল।
সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীলাকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করছে। ভূমধ্যসাগর থেকে একশ মাইল পেরিয়ে আসছে মন্দমধুর ঠান্ডা হাওয়া।
সূর্য অস্ত গেল মিশর মরুভূমির পিছনে। সোনালি বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। তার একটা রং ঠিক চেনা কোন জিনিসের রং সেটা বুঝতে-না-বুঝতে সে রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে।
আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি। পিছনে তাকিয়ে দেখি, শহরের বিজলি বাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছে।
মরুভূমির উপর চন্দ্রালোক। সে এক অদ্ভূত দৃশ্য। সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না। সমস্ত ব্যাপারটা কেমন যেন ভুতুড়ে বলে মনে হয়। চলে যাচ্ছে দূর দিগন্তে, অথচ হঠাৎ যেন ঝাপসা আবছায়া পর্দায় ধাক্কা খেয়ে থেমে যায়।
মাঝে মাঝে আবার হঠাৎ মোটরের দুমাথা উঁচুতে ওঠে। জ্বলজ্বল দুটি ছোট সবুজ আলো। ওগুলো কী? ভূতের চোখ নাকি? শুনেছি ভূতের চোখই সবুজ রঙের হয়। না! কাছে আসতে দেখি উটের ক্যারাভান-এদেশের ভাষাতে যাকে বলে ‘কাফেলা’। read more….



