ইসলামিক পোস্টসমসাময়িক

নবীদের নামের তালিকা

নবীদের নামের তালিকা : মানুষকে সঠিক – সরল পথে পারিচালিত করার জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন। নবী-রাসূলগণ ছিলেন মহান আল্লাহর বার্তাবাহক; মানুষের পথপ্রদর্শক। সর্বপ্রথম নবী হযরত আদম আঃ থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত মোট কত জন নবী-রাসূল এসেছেন তার সুনির্দিষ্ট কোনো সংখ্যা পবিত্র কুরআনে কিংবা বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস গ্রন্থে উল্লেখ নেই। তবে পবিত্র কুরআনে সর্বমোট পঁচিশ জন নবীর নাম পাওয়া যায় ।

আজকে আমরা পবিত্র কুরআনে বর্ণিত সব নবীদের নামের তালিকা জানবো।

নবীদের নামের তালিকা
নবীদের নামের তালিকা

নবীদের নামের তালিকা

পবিত্র কুরআন মাজীদে সর্বমোট ১১৪টি সূরা রয়েছে । বিভিন্ন ঘটনা, অবস্থা, সময়ের প্রেক্ষিতে দীর্ঘ তেইশ বছর ব্যাপী নাজিল হয়েছে পবিত্র কুরআন । কুরআন মাজীদে সর্বমোট ২৫ জন নবীর নাম পাওয়া যায় । আসুন আমরা জেনে নিই, পবিত্র কুরআনে বর্ণিত ২৫ জন নবী র (আ.) নাম ।

নবীদের নামসমূহ :

১। হযরত আদম (আলাইহিস সালাম)    ২। হযরত ইদরিস আঃ   ৩। হযরত নুহ আঃ   ৪। হযরত হুদ আঃ   ৫। হযরত সালেহ আঃ   ৬। হযরত ইবরাহীম আঃ  ৭। হযরত লুত আঃ    ৮। হযরত ইসমাইল আঃ ৯। হযরত ইসহাক আঃ  ১০। হযরতইয়াকুব আঃ   ১১। হযরত ইউসুফ আঃ   ১২। হযরত শোয়াইব আঃ  ১৩। হযরত আইয়ুব আঃ   ১৪। হযরত যুলকিফল আঃ   ১৫। হযরত মুসা আঃ   ১৬। হযরত হারুন আঃ   ১৭। হযরত দাউদ আঃ ১৮। হযরত সোলায়মান আঃ   ১৯। হযরত ইলিয়াস আঃ   ২০। হযরত ইয়াসা আঃ  ২১। হযরত ইউনুস আঃ  ২২। হযরত জাকারিয়া আঃ  ২৩। হযরত ইয়াহইয়া আঃ   ২৪। হযরত ঈসা আঃ  ২৫। হযরত মুহাম্মাদ সাঃ

তথ্যসূত্রঃ confettibd

ব্রণ কী, ব্রণ কেন হয়, ব্রণ দূর করার উপায় জেনে নিন

নবী-রাসূলগণ ছিলেন পৃথিবীর মানুষদের পথপ্রদর্শক। আসুন আমরা নবী-রাসূলগণের প্রদর্শিত পথে চলি, সুন্দর, সুখী পৃথিবী গড়ে তুলি । নবীদের নামের তালিক- পোস্টটি আপনার উপকারে আসলে আমাদের শ্রম স্বার্থক হবে। পোস্টটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ ।

Samim Ahmed

Hey! I'm Samim Ahmed (Admin of ShikhiBD). I love to write and read on the topic of current affairs. Since my childhood; I have been an expert in writing feature posts for various magazines.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *