খুলনা বিভাগের জেলা ও উপজেলা সমূহ
খুলনা বিভাগের জেলা ও উপজেলা সমূহ জেনে নিন: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের সুন্দরবনের বিভাগ হচ্ছে খুলনা বিভাগ । খুলনা বিভাগে ১০টি জেলা, ৫৯টি উপজেলা রয়েছে । খুলনা বিভাগের আয়তন ২২,২৮৫ বর্গ কি.মি.। সড়কপথে রাজধানী ঢাকা থেকে খুলনার দূরত্ব ৩৩৩ কি.মি. ।
খুলনা বিভাগের জেলা ও উপজেলা সমূহ

খুলনা বিভাগের জেলাসমূহ : খুলনা বিভাগে মোট ১০টি জেলা রয়েছে । খুলনা বিভাগের জেলাসমূহ হচ্ছে – ১। খুলনা, ২। বাগেরহাট, ৩। সাতক্ষীরা, ৪। যশোর, ৫। নড়াইল, ৬। মাগুরা, ৭। ঝিনাইদহ, ৮। কুষ্টিয়া, ৯। চুয়াডাঙ্গা, ১০। মেহেরপুর ।
ক্রিকেট মাঠের মাপ, পিচের মাপ ও খেলার নিয়ম কানুন জেনে নিন
খুলনা বিভাগের উপজেলাসমূহ : খুলনা বিভাগে মোট ৫৯টি উপজেলা রয়েছে । জেলাওয়ারি উপজেলার তালিকা নিম্নরূপ :
১। খুলনা জেলাঃ খুলনা জেলায় মোট ৯টি উপজেলা রয়েছে । ১। কয়রা ২। ডুমুরিয়া ৩। তেরখাদা ৪। দাকোপ ৫। দিঘলিয়া ৬। পাইকগাছা ৭। ফুলতলা ৮। বাটিয়াঘাটা ৯। রূপসা
২। বাগেরহাট জেলাঃ বাগেরহাট জেলায় মোট ৯টি উপজেলা রয়েছেঃ ১। কচুয়া ২। চিতলমারী ৩। ফকিরহাট ৪। বাগেরহাট সদর ৫। মোংলা ৬। মোড়েলগঞ্জ ৭। মোল্লাহাট ৮। রামপাল ৯। শরণখোলা
৩। সাতক্ষীরা জেলাঃ সাতক্ষীরা জেলায় মোট ৭টি উপজেলা রয়েছেঃ ১। সাতক্ষীরা সদর ২। তালা ৩। কলারোয়া ৪। আশাশুনি ৫। দেবহাটা ৬। শ্যামনগর ৭। কালীগঞ্জ ।
৪। যশোর জেলাঃ যশোর জেলায় মোট ৮টি উপজেলা রয়েছেঃ ১। যশোর সদর ২। অভয়নগর ৩। কেশবপুর ৪। চৌগাছা ৫। ঝিকরগাছা ৬। বাঘারপাড়া ৭। মনিরামপুর ৮। শার্শা
৫। নড়াইল জেলাঃ নড়াইল জেলায় মোট ৩টি উপজেলা রয়েছেঃ ১। কালিয়া ২। নড়াইল সদর ৩। লোহাগাড়া
৬। মাগুরা জেলাঃ মাগুরা জেলায় মোট ৪টি উপজেলা রয়েছেঃ ১। মাগুরা সদর ২। মোহাম্মদপুর ৩। শালিখা ৪। শ্রীপুর
৭। ঝিনাইদহ জেলাঃ ঝিনাইদহ জেলায় মোট ৬টি উপজেলা রয়েছেঃ ১। কালীগঞ্জ ২। ঝিনাইদহ সদর ৩। কোটচাঁদপুর ৪। মহেশপুর ৫। শৈলকুপা ৬। হরিণাকুন্ডু
৮। কুষ্টিয়া জেলাঃ কুষ্টিয়া জেলায় মোট ৬টি উপজেলা রয়েছেঃ ১। কুমারখালী ২। কুষ্টিয়া সদর ৩। খোকসা ৪। দৌলতপুর ৫। ভেড়ামারা ৬। মিরপুর
৯। চুয়াডাঙ্গা জেলাঃ চুয়াডাঙ্গা জেলায় মোট ৪টি উপজেলা রয়েছেঃ ১। আলমডাঙ্গা ২। চুয়াডাঙ্গা সদর ৩। জীবননগর ৪। দামুড়হুদা
১০। মেহেরপুর জেলাঃ মেহেরপুর জেলায় মোট ৩টি উপজেলা রয়েছেঃ ১। গাংনী ২। মেহেরপুর সদর ৩। মুজিবনগর।
উত্তর আমেরিকা মহাদেশের দেশসমূহের নাম, রাজধানী ও মুদ্রা
খুলনা বিভাগের জেলা ও উপজেলা সমূহ র সন্নিবেশিত তালিকাটি আপনার যেকোন পাবলিক পরীক্ষার সময় কাজে লাগতে পারে। সুতরাং আপনি চাইলে এই পোষ্টটি আপনার ডিভাইসে বুকমার্ক করে রাখতে পারেন অথবা আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে সংরক্ষণ করুন। পোস্টটি আপনার উপকারে আসলে আমাদের শ্রম স্বার্থক হবে। ধন্যবাদ।



