বাংলাদেশ

সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও জীবন বৃত্তান্ত

সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও জীবন বৃত্তান্ত : দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের জন্য যারা অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিয়ে গেছেন। তাঁদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি তাঁদের সকলকে যারা দেশের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন।

সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও জীবন বৃত্তান্ত
সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও জীবন বৃত্তান্ত

সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও জীবন বৃত্তান্ত

বীরশ্রেষ্ঠরা নিঃসন্দেহে জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাঁরা ছিলেন লাখো শহিদদের জন্য জীবন বিলিয়ে দেবার প্রেরণা। আজকে আমরা জানবো সাতজন বীরশ্রেষ্ঠ, বাংলার বীর সন্তানদের জন্মতারিখ ও পরিচয়।

রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা সমূহ

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
  • জন্মস্থানঃ ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজিপুর গ্রামে।
  • জন্ম তারিখঃ ১৬ই ডিসেম্বর ১৯৪৭ সাল
  • পিতার নামঃ হাবিবুর রহমান মন্ডল
  • মাতার নামঃ মোসাম্মাৎ মালেকা বেগম
  • কর্মস্থলঃ সেনাবাহিনী
  • যোগদানঃ ১৯৬৮ সাল
  • পদবীঃ সিপাহী
  • অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৮ নং সেক্টর
  • মৃত্যুঃ ১৮ই এপ্রিল ১৯৭১ সাল
  • সমাধিস্থানঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে।
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান
  • জন্মস্থানঃ বর্তমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর প্রামে।
  • জন্ম তারিখঃ ২ ফেব্রুয়ারি ১৯৫৩ সাল
  • পিতার নামঃ আক্কাস আলী
  • মাতার নামঃ কায়দাছুন্নেসা
  • কর্মস্থলঃ সেনাবাহিনী
  • যোগদানঃ ১৯৭০ সালে
  • পদবীঃ সিপাহী
  • অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৪ নং সেক্টর
  • মৃত্যুঃ ২৮শে অক্টোবর ১৯৭১ সাল
  • সমাধিস্থানঃ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ
  • জন্মস্থানঃ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে।
  • জন্ম তারিখঃ৮ই মে ১৯৪৩ সাল
  • পিতার নামঃ মুন্সি মেহেদি হোসেন
  • মাতার নামঃ মোছাঃ মকিদুন্নেছা
  • কর্মস্থলঃ ইপিআর(ইস্ট পাকিস্তান রাইফেলস্
  • যোগদানঃ ৮ মে ১৯৬৩ সাল
  • পদবীঃ ল্যান্স নায়েক
  • অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ১ নং সেক্টর
  • মৃত্যুঃ৮ই এপ্রিল ১৯৭১ সাল
  • সমাধিস্থানঃ রাঙামাটি শহরের বোর্ড বাজারে নানিয়ারচরে।
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন
  • জন্মস্থানঃ নোয়াখালি জেলার সোনাইমুড়ি উপজেলার বাগপাদুরা গ্রামে।
  • জন্ম তারিখঃ ১৯৩৪ সাল
  • পিতার নামঃ মোঃ আজহার পাটোয়ারী
  • মাতার নামঃ মোছাঃ জুলেখা খাতুন
  • কর্মস্থলঃ নৌবাহিনী
  • যোগদানঃ
  • পদবীঃ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার
  • অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ১০ নং সেক্টর
  • মৃত্যুঃ ১০ ডিসেম্বর ১৯৭১ সাল
  • সমাধিস্থানঃ রূপসা ফেরিঘাটের লুকপুরে।
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর
  • জন্মস্থানঃ বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে।
  • জন্ম তারিখঃ ৭ই মার্চ ১৯৪৯ সাল।
  • পিতার নামঃ আব্দুল মোতালেব হাওলাদার
  • মাতার নামঃ মোসাম্মাৎ সাফিয়া বেগম
  • কর্মস্থলঃ সেনাবাহিনী
  • যোগদানঃ ১৯৬৭ সাল
  • পদবীঃ ক্যাপ্টেইন
  • অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৭ নং সেক্টর
  • মৃত্যুঃ ১৪ই ডিসেম্বর ১৯৭১ সাল
  • সমাধিস্থানঃ চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গনে।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
  • জন্মস্থানঃ ঢাকা শহরের আগা সাদেক রোডের ১০৯ নম্বর বাড়ি।
  • জন্ম তারিখঃ ২৯শে অক্টোবর ১৯৪১ সাল
  • পিতার নামঃ মৌলবি আব্দুস সামাদ
  • মাতার নামঃ সৈয়দা মুবারুকুন্নেসা
  • কর্মস্থলঃ বামান বাহিনী
  • যোগদানঃ ১৯৬১ সাল
  • পদবীঃ ফ্লাইট লেফট্যানেন্ট
  • অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ
  • মৃত্যুঃ ২০শে আগস্ট ১৯৭১
  • সমাধিস্থানঃ মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ
  • জন্মস্থানঃ নড়াইল জেলার মহেষখোলা গ্রামে।
  • জন্ম তারিখঃ ২৬শে ফেব্রুয়ারি ১৯৩৬ সাল
  • পিতার নামঃ মোঃ আমানত শেখ
  • মাতার নামঃ জেন্নাতুন্নেসা
  • কর্মস্থলঃ ইপিআর (ইস্ট পাকিস্তানা রাইফেলস্)
  • যোগদানঃ ১৯৫৯ সাল
  • পদবীঃ ল্যান্স নায়েক
  • অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৮ নং সেক্টর
  • মৃত্যুঃ ৫ই সেপ্টেম্বর ১৯৭১ সাল সমাধিস্থানঃ যশোরের কাশিপুর কাশিপুর

বাংলার সূর্যসন্তান হিসেবে খ্যাত সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও জীবন বৃত্তান্ত জানা, তাঁদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা প্রতিটি বাঙালীর অবশ্য কর্তব্য। দেশের জন্য তাঁদের এই মহান ত্যাগ থেকে আমরা অনুপ্রাণিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভোমত্ব সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে পারি। আসুন আমরা দেশকে ভালোবাসি। ব্যক্তি, দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেই।

Samim Ahmed

Hey! I'm Samim Ahmed (Admin of ShikhiBD). I love to write and read on the topic of current affairs. Since my childhood; I have been an expert in writing feature posts for various magazines.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *