মহাসাগর কয়টি ও কি কি ? মহাসাগরের সকল তথ্য
মহাসাগর কয়টি ও কি কি ? মহাসাগরের সকল তথ্য : মহাবিশ্বের সকল সৃষ্টিই বিস্ময়কর আর রহস্যে ঘেরা। রহস্যের দিক থেকে আমাদের বিশ্ব-ব্রহ্মাণ্ডও কম নয়। পৃথিবীর মহাসগরগুলো হচ্ছে সৃষ্টির এক অনন্য বিস্ময়। এক অপার-অসীম জলরাশি ঘিরে রয়েছে পৃথিবীপৃষ্ঠকে। আজকে আমরা জানবো পৃথিবীর এই অপার জলরাশির আধার ৫টি মহাসাগর সম্পর্কে।

মহাসাগর কয়টি ও কি কি ? মহাসাগরের সকল তথ্য
মহাসাগর কাকে বলে ?
অবস্থান, আয়তন ও গভীরতা অনুযায়ী বারিমণ্ডলের বৃহত্তম ও উন্মুক্ত বিস্তীর্ণ পানিরাশিকে মহাসাগর বলে । মহাসাগরের পানি লবনাক্ত। মহাসাগরের ইংরেজি প্রতিশব্দ Ocean যা গ্রীক শব্দ ‘ওকিআনোজ থেকে এসেছে।
পৃথিবীর উপরিভাগের মোট আয়তনের প্রায় ৭০.৯% পানি । মহাসাগরে প্রায় ২,৩০,০০০ প্রজাতির সামুদ্রিক ও জলজ প্রাণী রয়েছে ।
মহাসাগর কয়টি ও কি কি
পৃথীবিতে মোট ৫টি মহাসাগর রয়েছে। মহাসাগর গুলোর নাম –
১। প্রশান্ত মহাসাগর
২। আটলান্টিক মহাসাগর।
৩। ভারত মহাসাগর।
৪। কুমেরু বা দক্ষিণ মহাসাগর।
৫। সুমেরু বা উত্তর মহাসাগর।
পৃথিবীর মোট ৫টি মহাসাগরের বিস্তারিত তথ্য জেনে নিন।
প্রশান্ত মহাসাগর
আয়তন ও গভীরতার দিক থেকে পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর।
অবস্থান : প্রশান্ত মহাসাগরের পূর্বে আমেরিকা মহাদেশ, পশ্চিমে এশিয়া মহাদেশ ও ওসেনিয়া মহাদেশ অবস্থিত ।
আয়তন : প্রশান্ত মহাসাগরের আয়তন ১৬, ৫২, ৫০, ০০০ বর্গ কিলোমিটার বা ৬, ৩৮, ০০, ০০০ বর্গমাইল।
গভীরতা : প্রশান্ত মহাসাগরের গভীরতা সর্বোচ্চ ৩৫, ৯৫৮ ফুট এবং গড় গভীরতা ১৪,০০০ ফুট। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা স্ট্রেঞ্চ।
আটলান্টিক মহাসাগর
আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর আকৃতি অনেকটা ইংরেজি ‘S’ অক্ষরের মতো । এটি পৃথিবীপৃষ্ঠের এক পঞ্চমাংশ এলাকা জুড়ে অবস্থিত। আটলান্টিক মহাসাগরের সমুদ্রতল মধ্য-আটলান্টিক শৈলশিরা নামক এক ডুবো পর্বতশ্রেণি দ্বারা অধ্যুষিত।
অবস্থানঃ আটলান্টিক মহাসাগরের পূর্বদিকে ইউরোপ ও আফ্রিকা এবং পশ্চিমে আমেরিকা মহাদেশ অবস্থিত।
আয়তনঃ আটলান্টিক মহাসাগরের আয়তন ১০,৬৪,৬০,০০০ বর্গকিলোমিটার বা ৪,১১,০০,০০০ বর্গমাইল।
গভীরতাঃ আটলান্টিক মহাসাগরের গভীরতা সর্বোচ্চ ৩০,১৪৩ ফুট এবং গড় গভীরতা ১১,৯৬২ ফুট।
ভারত মহাসাগর
ভারত মহাসাগর বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। ভারত মহাসাগর দক্ষিণ এশিয়া মহাদেশকে বেষ্টন করে এবং আফ্রিকা ও অস্ট্রেলিয়া মহাদেশকে পৃথক করে রেখেছে । পৃথিবীর মোট জলভাগের প্রায় ২০ শতাংশ জল রয়েছে এই মহাসাগরে।
অবস্থানঃ ভারত মহাসাগরের অবস্থান এশিয়ার দক্ষিণে, আফ্রিকার পূর্বে, ওসেনিয়ার পশ্চিমে এবং এন্টার্কটিকার উত্তরে ।
আয়তনঃ ভারত মহাসাগরের আয়তন ৭, ৩৫, ৫৬, ০০০ বর্গ কিলোমিটার বা ২, ৮৩, ৫০, ০০০ বর্গ মাইল।
গভীরতাঃ ভারত মহাসাগরের গভীরতা সর্বোচ্চ ২৩, ৮১২ ফুট এবং গড় গভীরতা ১২,২৭৪ ফুট।
কুমেরু বা দক্ষিণ মহাসাগর
আয়তনের দিক থেকে দক্ষিণ মহাসাগর পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাসাগর। দক্ষিণ মহাসাগর এন্টার্কটিক মহাসাগর নামেও পরিচিত।
অবস্থানঃ দক্ষিণ মহাসাগর দক্ষিণ অক্ষাংশের দক্ষিণ দিকে অবস্থিত। দক্ষিণ মহাসাগর এন্টার্কটিকা মহাদেশকে ঘিরে রয়েছে।
আয়তনঃ দক্ষিণ মহাসাগরের আয়তন ২, ০৩, ২৭, ০০০ বর্গ কিলোমিটার বা ৭৮, ৪৮, ০০০ বর্গ মাইল।
গভীরতঃ দক্ষিণ মহাসাগরের গভীরত সর্বোচ্চ প্রায় ২৪,৩৯০ ফুট এবং গড় গভীরতা প্রায় ৪,৯২০ ফুট।
ক্রিকেট মাঠের মাপ, পিচের সঠিক দৈর্ঘ্য ও প্রস্থ কত? জানুন
সুমেরু বা উত্তর মহাসাগর
আয়তন ও গভীরতার দিক থেকে পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর।উত্তর মহাসাগরের আকৃতি অনেকটা বৃত্তাকার। এ মহাসাগরের অধিকাংশ স্থানই বরফাবৃত্ত।
অবস্থানঃ উত্তর মহাসাগর পৃথিবীর উত্তর গোলার্ধের সুমেরু অঞ্চলে অবস্থিত। এর প্রায় সমগ্র অংশই ইউরেশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ দ্বারা বেষ্টিত। শীতকালে মহাসাগরটি প্রায় সম্পূর্ণই বরফে ঢাকা পড়ে যায়।
আয়তনঃ উত্তর মহাসাগরের আয়তন প্রায় ১,৪০, ৫৬, ০০০ বর্গ কিলোমিটার বা ৫৪, ২৭,০০০ বর্গ মাইল।
গভীরতাঃ উত্তর মহাসাগরের গভীরতা সর্বাধিক প্রায় ১৪,৮০০ ফুট এবং গড় গভীরতা ৩,৪০৬ ফুট।
মহাসাগর কয়টি ও কি কি ? মহাসাগরের সকল তথ্য সংক্রান্ত পোস্টটি উইকিপিডিয়া সহ আরও বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে। তথ্যের নির্ভুলতার প্রতি সতর্কতা অবলম্বন করা হয়েছে। তথাপিও যদি কোনো তথ্য অসংগতিপূর্ণ বলে মনে করেন, তাহলে কমেন্টবক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে বাধিত করবেন। ধন্যবাদ।



