নতুন শপথ বাক্য ২০২৪ ডাউনলোড করে নিন । দীর্ঘ সাত বছরেরও বেশি সময় পর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আবারও ফিরে এসেছে ছেলেবালার পাঠশালার সেই শপথ, যে শপথ বাক্য আমরা দীপ্তকণ্ঠে সমস্বরে পাঠ করতাম।
১৯ আগস্ট ২০২৪ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ৩৮.০১.০০০০.৪০০.৯৯.০৩০.২১-৮৬৮ নং স্মারকমূলে জানানো হয় যে, সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই এর প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর সরকার নিম্নোক্ত শপথবাক্য পাঠের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নতুন শপথ বাক্য ২০২৪
“আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব ।
হে মহান আল্লাহ্ / মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। -আমিন।”

উল্লেখ্য, ২০২৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এক নতুন শপথ বাক্য তৈরি করা হয় যা ১৯ আগস্ট ২০২৪ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনের পূর্বমুহূর্ত পর্যন্ত বলবৎ ছিল।
পদার্থ কি? পদার্থ কাকে বলে? পদার্থের বৈশিষ্ট্য। পদার্থ বিজ্ঞান । পদার্থ বিজ্ঞানের জনক কে?
চুল পড়ার কারণ । চুল পড়া বন্ধ করার উপায়
আসুন আমরা দেশকে মনে-প্রাণে ভালোবাসি, দেশের সার্বিক কল্যাণ ও উন্নয়নে কাঁধে কাঁধ রেখে কাজ করি। বাংলাদেশ আমাদের প্রাণের দেশ। এদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, পাহাড়ী-সমতলবাসী সকলের । সর্বোপরি দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ ।
আরও জানতে পারেন এখানে



