লেখাপড়া

লসাগু কাকে বলে ? লসাগুর পূর্ণরূপ-লসাগু নির্ণয়ের পদ্ধতি

লসাগু কাকে বলে : দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম, তাকে ঐ সংখ্যাগুলোর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে।

লসাগু কাকে বলে
লসাগু কাকে বলে

লসাগু কাকে বলে ? লসাগু এর পূর্ণরূপ কি

লসাগু নির্ণয়ের সূত্রঃ দুইটি সংখ্যার লসাগু = সংখ্যা দুটির গুণফল÷ গসাগু

লসাগু এর পূর্ণরূপ কি

ল=লঘিষ্ঠ,  সা=সাধারণ, গু=গুণিতক ।

লাসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক ।

লসাগু নির্ণয়ের পদ্ধতি

এবার আমরা শিখবো খুব সহজে কীভাবে লসাগু নির্ণয় করতে পরি। প্রথমে আমরা গুণিতক শিখি। প্রথমে আমরা ৩ এর গুণিতক বের করতে চাই। তাহলে কোনো সংখ্যা দ্বারা ৩ কে গুণ করতে হবে। যেমন-

৩×১=৩

৩×২=৬

৩×৩=৯

৩×৪=১২

৩×৫=১৫

গুণিতক কাকে বলে
গুণিতক কাকে বলে

এখানে ৩ সংখ্যাকে ১, ২, ৩, ৪ ও ৫ দ্বারা গুণ করে আমরা কিছু সংখ্যা পেলাম-৩, ৬, ৯, ১২, ১৫ । এই ৩, ৬, ৯, ১২, ১৫ সংখ্যাগুলোই হচ্ছে ৩ এর গুণিতক। অনুরূপভাবে অন্য কোনো সংখ্যারও এই পদ্ধতিতে গুণিতক বের করা যায়। যেমন-

৪×১=৪

৪×২=৮

৪×৩=১২

৪×৪=১৬

৪×৫=২০

এখানে ৪ সংখ্যাকে ১, ২, ৩, ৪ ও ৫ দ্বারা গুণ করে আমরা কিছু সংখ্যা পেলাম-৪, ৮, ১২, ১৬, ২০ । এই ৪, ৮, ১২, ১৬, ২০ সংখ্যাগুলোই হচ্ছে ৪ এর গুণিতক।

কোন ভিটামিনের অভাবে কোন কোন রোগ হয় জেনে নিন

গুণিতক কাকে বলে

এবার আমরা গুণিতক কাকে বলে সেটা জেনে নিই : কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, তাকে ঐ সংখ্যার গুণিতক বলে।

সাধারণ গুণিতক :

আমরা ৩ ও ৪ এর গুণিতকগুলো লক্ষ্য করি-

৩ = ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০, ৩৩, ৩৬, ৩৯, ৪২, ৪৫ ।

৪ = ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২, ৩৬, ৪০, ৪৪, ৪৮, ৫২, ৫৬, ৬০।

এবার খেয়াল করে দেখি ৩ ও ৪ এর গুণিতকগুলোর মধ্যে কোন কোন গুণিতকগুলো একই। হ্যাঁ, পেয়েছি- ১২ , ২৪ ও ৩৬ । এই ১২ , ২৪ ও ৩৬ হচ্ছে ৩ ও ৪ এর সাধারণ গুণিতক। এবার আমরা জেনে নিই সাধারণ গুণিতক কাকে বলে ।

সাধারণ গুণিতক কাকে বলে
সাধারণ গুণিতক কাকে বলে

ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের নিয়ম

সাধারণ গুণিতক কাকে বলে

দুই বা ততোধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে যে গুণিতক গুলো উভয় সংখ্যার গুণিতকের মধ্যে পাওয়া যায় তাকে ঐ সংখ্যাগুলোর সাধারণ গুণিতক বলে।

লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু

এবার আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কীভাবে নির্ণয় করতে হয় তা শিখবো । এখানে আমরা জেনে রাখি যে, লঘিষ্ঠ শব্দটির অর্থ হচ্ছে ছোট।  একটু আগে আমরা ৩ ও ৪ এর সাধারণ গুণিতক নির্ণয় করেছি। ৩ ও ৪ এর তিনটি সাধারণ গুণিতক ১২, ২৪, ৩৬ । এই তিনটি সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে হচ্ছে ১২ । তাই ১২ই হচ্ছে ৩ ও ৪ এর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক।

লসাগু নির্ণয়ের পদ্ধতি
লসাগু নির্ণয়ের পদ্ধতি

এভাবে ৬ ও ৮ এর গুণিতক হচ্ছে

৬=৬, ১২, ১৮, ২৪, ৩০, ৩৬, ৪২, ৪৮, ৫৪, ৬০, ৬৬, ৭২ ।

৮= ৮, ১৬, ২৪, ৩২, ৪০, ৪৮, ৫৬, ৬৪, ৭২, ৮০, ৮৮, ৯৬ ।

এখানে ৬ ও ৮ এর সাধারণ গুণিতক হচ্ছে- ২৪, ৪৮, ৭২ ।

এখানে তিনটি সাধারণ গুণিতকের মধ্যে লঘিষ্ঠ (সবচেয়ে ছোট) সাধারণ গুণিতকটি হচ্ছে ২৪। অর্থাৎ ৬ ও ৮ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে ২৪ । তাহলে এবার আমরা জেনে নিই লসাগু কাকে বলে

লসাগু কাকে বলে

সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলা হয়।

Samim Ahmed

Hey! I'm Samim Ahmed (Admin of ShikhiBD). I love to write and read on the topic of current affairs. Since my childhood; I have been an expert in writing feature posts for various magazines.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *