লসাগু কাকে বলে ? লসাগুর পূর্ণরূপ-লসাগু নির্ণয়ের পদ্ধতি
লসাগু কাকে বলে : দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকটি ক্ষুদ্রতম, তাকে ঐ সংখ্যাগুলোর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে।

লসাগু কাকে বলে ? লসাগু এর পূর্ণরূপ কি
লসাগু নির্ণয়ের সূত্রঃ দুইটি সংখ্যার লসাগু = সংখ্যা দুটির গুণফল÷ গসাগু
লসাগু এর পূর্ণরূপ কি
ল=লঘিষ্ঠ, সা=সাধারণ, গু=গুণিতক ।
লাসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক ।
লসাগু নির্ণয়ের পদ্ধতি
এবার আমরা শিখবো খুব সহজে কীভাবে লসাগু নির্ণয় করতে পরি। প্রথমে আমরা গুণিতক শিখি। প্রথমে আমরা ৩ এর গুণিতক বের করতে চাই। তাহলে কোনো সংখ্যা দ্বারা ৩ কে গুণ করতে হবে। যেমন-
৩×১=৩
৩×২=৬
৩×৩=৯
৩×৪=১২
৩×৫=১৫

এখানে ৩ সংখ্যাকে ১, ২, ৩, ৪ ও ৫ দ্বারা গুণ করে আমরা কিছু সংখ্যা পেলাম-৩, ৬, ৯, ১২, ১৫ । এই ৩, ৬, ৯, ১২, ১৫ সংখ্যাগুলোই হচ্ছে ৩ এর গুণিতক। অনুরূপভাবে অন্য কোনো সংখ্যারও এই পদ্ধতিতে গুণিতক বের করা যায়। যেমন-
৪×১=৪
৪×২=৮
৪×৩=১২
৪×৪=১৬
৪×৫=২০
এখানে ৪ সংখ্যাকে ১, ২, ৩, ৪ ও ৫ দ্বারা গুণ করে আমরা কিছু সংখ্যা পেলাম-৪, ৮, ১২, ১৬, ২০ । এই ৪, ৮, ১২, ১৬, ২০ সংখ্যাগুলোই হচ্ছে ৪ এর গুণিতক।
কোন ভিটামিনের অভাবে কোন কোন রোগ হয় জেনে নিন
গুণিতক কাকে বলে
এবার আমরা গুণিতক কাকে বলে সেটা জেনে নিই : কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, তাকে ঐ সংখ্যার গুণিতক বলে।
সাধারণ গুণিতক :
আমরা ৩ ও ৪ এর গুণিতকগুলো লক্ষ্য করি-
৩ = ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০, ৩৩, ৩৬, ৩৯, ৪২, ৪৫ ।
৪ = ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২, ৩৬, ৪০, ৪৪, ৪৮, ৫২, ৫৬, ৬০।
এবার খেয়াল করে দেখি ৩ ও ৪ এর গুণিতকগুলোর মধ্যে কোন কোন গুণিতকগুলো একই। হ্যাঁ, পেয়েছি- ১২ , ২৪ ও ৩৬ । এই ১২ , ২৪ ও ৩৬ হচ্ছে ৩ ও ৪ এর সাধারণ গুণিতক। এবার আমরা জেনে নিই সাধারণ গুণিতক কাকে বলে ।

ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের নিয়ম
সাধারণ গুণিতক কাকে বলে
দুই বা ততোধিক সংখ্যার গুণিতকগুলোর মধ্যে যে গুণিতক গুলো উভয় সংখ্যার গুণিতকের মধ্যে পাওয়া যায় তাকে ঐ সংখ্যাগুলোর সাধারণ গুণিতক বলে।
লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু
এবার আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কীভাবে নির্ণয় করতে হয় তা শিখবো । এখানে আমরা জেনে রাখি যে, লঘিষ্ঠ শব্দটির অর্থ হচ্ছে ছোট। একটু আগে আমরা ৩ ও ৪ এর সাধারণ গুণিতক নির্ণয় করেছি। ৩ ও ৪ এর তিনটি সাধারণ গুণিতক ১২, ২৪, ৩৬ । এই তিনটি সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে হচ্ছে ১২ । তাই ১২ই হচ্ছে ৩ ও ৪ এর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক।

এভাবে ৬ ও ৮ এর গুণিতক হচ্ছে
৬=৬, ১২, ১৮, ২৪, ৩০, ৩৬, ৪২, ৪৮, ৫৪, ৬০, ৬৬, ৭২ ।
৮= ৮, ১৬, ২৪, ৩২, ৪০, ৪৮, ৫৬, ৬৪, ৭২, ৮০, ৮৮, ৯৬ ।
এখানে ৬ ও ৮ এর সাধারণ গুণিতক হচ্ছে- ২৪, ৪৮, ৭২ ।
এখানে তিনটি সাধারণ গুণিতকের মধ্যে লঘিষ্ঠ (সবচেয়ে ছোট) সাধারণ গুণিতকটি হচ্ছে ২৪। অর্থাৎ ৬ ও ৮ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে ২৪ । তাহলে এবার আমরা জেনে নিই লসাগু কাকে বলে
লসাগু কাকে বলে
সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলা হয়।



