বাংলাদেশ

রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা সমূহ

রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা সমূহ : রাজশাহী বিভাগ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ । রাজশাহী বিভাগের আয়তন ১৮,১৫৪ বর্গ কি.মি.। প্রশাসনিক ইউনিট হিসেবে রাজশাহী বিভাগের যাত্রা শুরু হয় ১৮২৯ খ্রিস্টাব্দে ।

সর্বশেষ ৯ই মার্চ ২০১০ সালে এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী অঞ্চলের ৮টি জেলা নিয়ে রাজশাহী বিভাগ ঘোষিত হয়। রাজশাহী বিভাগে মোট ৮টি জেলা, ৬৭টি উপজেলা এবং ৫৬৫টি ইউনিয়ন রয়েছে । রাজশাহী বিভাগের জেলা ও উপজেলার তালিকা নিচে প্রদান করা হলোঃ

রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা সমূহ

রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগের জেলা, উপজেলার তালিকা

রাজশাহী বিভাগের জেলাসমূহ : রাজশাহী বিভাগের ৮টি জেলা হচ্ছ – ১। রাজশাহী ২। নাটোর  ৩। নওগাঁ ৪। চাঁপাইনবাবগঞ্জ ৫। বগুড়া  ৬। জয়পুরহাট  ৭। পাবনা  ৮। সিরাজগঞ্জ ।

৬ মাস বাচ্চার খাবার তালিকা কি হওয়া উচিত? জানুন

রাজশাহী বিভাগের উপজেলা সমূহ

রাজশাহী বিভাগে মোট ৬৭টি উপজেলা রয়েছে। জেলাভিত্তিক উপজেলার তালিকা নিম্নরূপ :

১। রাজশাহী জেলাঃ রাজশাহী জেলায় মোট ৯টি উপজেলা রয়েছেঃ  পবা, চারঘাট, বাঘা, পুঠিয়া, তানোর, মোহনপুর, দূর্গাপুর, বাগমারা, গোদাগাড়ী,

২। নাটোর জেলাঃ নাটোর জেলায় মোট ৭টি উপজেলা রয়েছেঃ নাটোর সদর, লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর, সিংড়া, নলডাঙ্গা ।

৩। নওগাঁঃ নওগাঁ জেলায় মোট ১১টি উপজেলা রয়েছেঃ নওগাঁ সদর, আত্রাই, রাণীনগর, পত্নীতলা, সাপাহার, পোরশা, মান্দা, মহাদেবপুর, ধামইরহাট, বাদলগাছী, নিয়ামতপুর ।

৪। চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৫টি উপজেলা রয়েছেঃ চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল ।

৫। বগুড়াঃ বগুড়া জেলায় মোট ১২টি উপজেলা রয়েছেঃ বগুড়া সদর, শাজাহানপুর, শেরপুর, ধুনট, সারিয়াকান্দি, গাবতলী, সোনাতলা, শিবগঞ্জ, দুপচাচিয়া, কাহালু, আদমদীঘি, নন্দীগ্রাম ।

৬। জয়পুরহাটঃ জয়পুরহাট জেলায় মোট ৫টি উপজেলা রয়েছেঃ জয়পুরহাট সদর, পাঁচবিবি, আক্কেলপুর, ক্ষেতলাল, কালাই ।

৭। পাবনা জেলাঃ পাবনা জেলায় মোট ৯টি উপজেলা রয়েছেঃ ১। পাবনা সদর  ২। সাঁথিয়া  ৩। সুজানগর   ৪। বেড়া   ৫। ঈশ্বরদী   ৬। ভাঙ্গুড়া   ৭। ফরিদপুর   ৮। চাটমোহর   ৯। আটঘরিয়া

৮। সিরাজগঞ্জ জেলাঃ সিরাজগঞ্জ জেলায় মোট  ৯ টি উপজেলা রয়েছেঃ ১। সিরাজগঞ্জ সদর   ২। রায়গঞ্জ  ৩। কাজিপুর   ৪। তাড়াশ   ৫। শাহজাদপুর   ৬। উল্লাপাড়া   ৭। কামারখন্দ   ৮। বেলকুচি   ৯। চৌহালী।

পড়তে পারেনঃ বাংলাদেশের ৬৪ জেলার ভ্রমণ স্পট ও দর্শনীয় স্থান সম্পর্কে জানুন।

বাংলাদেশের অন্তর্ভুক্ত রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা সমূহের তালিকা থেকে পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সুতরাং কারেন্ট নলেজ হিসেবে এগুলো শেখা দরকার। পোস্টটি আপনার প্রয়োজনে আসলে আমাদের শ্রম স্বার্থক হবে। শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

Samim Ahmed

Hey! I'm Samim Ahmed (Admin of ShikhiBD). I love to write and read on the topic of current affairs. Since my childhood; I have been an expert in writing feature posts for various magazines.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *