SAARC সার্কভূক্ত দেশগুলোর নাম রাজধানী মুদ্রা
SAARC সার্কভূক্ত দেশ – সার্ক SAARC এর পূর্ণ নাম হচ্ছে সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন(South Asian Association for Regional Co-operation). সার্ক এর সদস্য দেশ ৮টি । সার্ক এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত । ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয় । সার্কভূক্ত দেশগুলোর আয়তন ৫০,৯৯,৬১১ বর্গ কিলোমিটার । সার্কের বর্তমান মহাসচিব জনাব গোলাম সরওয়ার ( ১৩ই জুলাই ২০২৩ থেকে)।

২০১৫ সালের হিসাব অনুযায়ী সার্কভূক্ত দেশগুলোতে মোট ১৭১, ৩৮, ৭০,০০০ জনসংখ্যা রয়েছে । সার্কভুক্ত দেশ কয়টি – সার্ক এর ৮টি সদস্য দেশ ছাড়াও সার্ক এর ৮টি পর্যবেক্ষক দেশ রয়েছে । সার্ক এর পর্যবেক্ষক দেশ গুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, চীন, ইরান, জাপান, যুক্তরাষ্ট্র, মরিসাস, মায়ানমার, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন ।
সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও জীবন বৃত্তান্ত
SAARC সার্কভূক্ত দেশগুলোর নাম রাজধানী মুদ্রা
সার্কভূক্ত দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রার নাম জেনে নিই-
| ক্রম নং | দেশের নাম | রাজধানী | মুদ্রা |
| ০১ | বাংলাদেশ | ঢাকা | টাকা |
| ০২ | ভারত | নয়াদিল্লী | রুপি |
| ০৩ | পাকিস্তান | ইসলামাবাদ | রুপি |
| ০৪ | শ্রীলঙ্কা | কলম্বো | রুপি |
| ০৫ | নেপাল | কাঠমুন্ডু | রুপি |
| ০৬ | ভুটান | থিম্পু | গুলড্রাম |
| ০৭ | মালদ্বীপ | মালে | রুপিয়া |
| ০৮ | আফগানিস্তান | কাবুল | আফগানি |
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া, SAARC
SAARC সার্কভূক্ত দেশগুলোর নাম রাজধানী মুদ্রা – পোস্টটি আপনার উপকারে আসলে আমাদের শ্রম স্বার্থক হবে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন । ধন্যবাদ।



