ভগ্নাংশ কাকে বলে ? ভগ্নাংশ কত প্রকার ? বিস্তারিত
ভগ্নাংশ কাকে বলে ? ভগ্নাংশ কত প্রকার ? বিস্তারিত : প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি হতেই ভগ্নাংশের পাঠ চালু করা হয়েছে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বিস্তারিতভাবে ভগ্নাংশের বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। তাই প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত জানা খুবই জরুরী।
ভগ্নাংশ কাকে বলে ? ভগ্নাংশ কত প্রকার ? বিস্তারিত
ভগ্নাংশ কাকে বলে
ভগ্নাংশ শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায় ‘ভগ্ন’ অর্থাৎ ভাঙা আর ‘অংশ’ অর্থ অংশ । সে হিসেবে ভগ্নাংশ অর্থ হচ্ছে ‘ভাঙা অংশ’ । এ থেকে আমরা বুঝতে পারি যে , ভগ্নাংশ একটি ভাঙা সংখ্যা। সে হিসেবে বলা যায়,-“দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে।
আরও সহজ ভাষায় বলা যায়, যে সকল রাশি লব ও হর দ্বারা প্রকাশ করা যায় তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশকে ইংরেজিতে Fraction বলে। ভগ্নাংশের নিচের অংশকে বলে হর এবং উপরের অংশকে বলে লব। এখানে ৫ হচ্ছে হর এবং ৩ হচ্ছে লব।
ভগ্নাংশ কত প্রকার
ভগ্নাংশ প্রধানত দুই প্রকার। যথা – ১। সাধারণ ভগ্নাংশ ২। দশমিক ভগ্নাংশ।
১। সাধারণ ভগ্নাংশ : হর ও লব দ্বারা গঠিত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বলে। যেমন – ২/৫, ৩/৭ ইত্যাদি।(ছবিতে দেখুন)
২। দশমিক ভগ্নাংশ : যে সব ভগ্নাংশকে দশমিক (.) চিহ্নের দ্বারা প্রকাশ করা হয়, তাকে দশমিক ভগ্নাংশ বলে। যেমন ৫.২, ৩.৫ ইত্যাদি।(ছবিতে দেখুন)
এশিয়া মাহাদেশের দেশগুলোর নাম রাজধানী ও মুদ্রা
১। সাধারণ ভগ্নাংশ : সাধারণ ভগ্নাংশ তিন প্রকার : ক) প্রকৃত ভগ্নাংশ খ) অপ্রকৃত ভগ্নাংশ গ) মিশ্র ভগ্নাংশ
প্রকৃত ভগ্নাংশ কাকে বলে ?
প্রকৃত ভগ্নাংশ : যে ভগ্নাংশে হর এর তুলনায় লব ছোট থাকে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশে হর বড় এবং লব ছোট থাকে। যেমনঃ ৩/৫, ২/৭ ইত্যাদি। (ছবিতে দেখুন)
অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে ?
অপ্রকৃত ভগ্নাংশ : যে ভগ্নাংশে হর এর তুলনায় লব বড় থাকে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশে হর ছোট এবং লব বড় থাকে। যেমনঃ ৫/২, ৭/৪ ইত্যাদি। (ছবিতে দেখুন)
মিশ্র ভগ্নাংশ কাকে বলে ?
মিশ্র ভগ্নাংশ : যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমনঃ ৭-১/২, ৫-২/৩ ইত্যাদি। (ছবিতে দেখুন)
ভগ্নাংশ বিষয়ক পোস্টটি প্রাথমিকের শিক্ষার্থীদের সহজে বোঝার জন্য সহজভাবে লেখা হয়েছে। উইকিপিডিয়া থেকেও ভগ্নাংশ সম্পর্কে জানা যেতে পারে। আশা করি পোস্টটি থেকে কোমলমতি শিক্ষার্থীরা উপকৃত হবে। পোস্ট সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টবক্সে দিতে পারেন । ধন্যবাদ।