৫ম শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন ২০২৪
৫ম শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন ২০২৪ : নতুন কারিকুলাম অনুযায়ী ৫ম শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন ২০২৪ ইমেজ, পিডিএফ এবং ওয়ার্ড ফাইলে দেয়া হলো। এখান থেকে আপনারা সুবিধামতো ফরম্যাটটি সংগ্রহ করতে পারবেন ।
৫ম শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন ২০২৪
৫ম শ্রেণির বাংলা প্রশ্ন ২০২৪
১ম প্রান্তিক মূল্যায়ন – ২০২৪ খ্রি.
১০১ নং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ক্লাস্টারঃ দিগনগর , মুকসুদপুর, গোপালগঞ্জ ।
শ্রেণিঃ ৫ম
বিষয়ঃ বাংলা
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান: ১০০
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১ও২ নং প্রশ্ন গুলোর উত্তর লিখ:
যেকোন দেশের জন্যই জীবজন্তু, পশুপাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমন্ডলেই সে দেশের প্রাণিকূল জীবন ধারন করে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে। বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর, সেইসব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্ত শকুন এখন বাংলাদেশের বিলুপ্তপ্রায় পাখি।
১। নিচের শব্দগুলোর অর্থ লিখ: (যে কোন ৫টি) ৫
অমূল্য, বিলুপ্তপ্রায়, ভয়ঙ্কর, প্রচুর, সম্ভার, ক্ষতিকর, অপ্রয়োজনীয়
২। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ: ২+৪+৪=১০
ক) সুন্দরবনের বিখ্যাত প্রাণীর নাম কী?
খ) “পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই ।” কথাটি বলতে কি বুঝ?
গ)সুন্দরবনের বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষার্থে তোমার চারটি পরামর্শ লিখ।
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্ন গুলোর উত্তর লিখ:
দুই বন্ধুর ছিল গলায় গলায় ভাব। এক দিন তারা হাটতে হাটতে এক জঙ্গলের কাছে এসে পড়ল। সে জঙ্গল থেকে হটাৎ একটা ভালুক বেরিয়ে এলো। ভালুটাকে দেখে দুজনেই ভয় পেয়ে গেল। দুজনের মধ্যে এক বন্ধু চট করে গাছে উঠে পড়ল। অপর বন্ধুটি গাছে উঠতে পারে না। ভয়ে তার প্রাণ শুকিয়ে গেল, কারণ তাকে নির্ঘাত ভালুকের হাতে প্রাণ দিতে হবে। অগত্যা মরার ভান করে সে মাটিতে শুয়ে পড়ল। সে শুনেছিল ভালুকেরা নাকি মরা মানুষ ছোঁয় না। তাই সে শ্বাস বন্ধ করে কিছুটা সময় সেখানে পড়ে রইল। ভালুকটা তাকে কিছুক্ষন শুঁকে মরা মনে করে সেখান থেকে চলে গেল। যে বন্ধুটি গাছে উঠেছিল সে মাটিতে নেমে মাটিতে শুয়ে থাকা বন্ধুকে জিজ্ঞেস করল ভালুকটি তাকে কী বলল। বন্ধুটি উত্তর দিল, যে বন্ধুটি তোমাকে বিপদের মুখে রেখে পালায় তাকে আর কোনোদিন বিশ্বাস করো না ।
৩। নিচে কয়েকটি শব্দ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ কর: ৫
শব্দ | শব্দার্থ |
জঙ্গল | বন |
হটাৎ | আচানক |
ভাব | ভালো সম্পর্ক |
নির্ঘাত | নিশ্চিতভাবে |
বিপদে | আপদে |
ক) বন্য প্রাণীর আবাসস্হল…….… ।
খ)বন্ধুকে…..… সাহায্য করা উচিত।
গ) সে জঙ্গল থেকে ………একটা ভালুক বেরিয়ে এলো।
ঘ) তাকে……… ভালুকের হাতে প্রাণ দিতে হবে।
ঙ) দুই বন্ধুর ছিল গলায় গলায় ………..।
৪। প্রশ্নগুলোর উত্তর দাও: ৫+৫+৫=১৫
ক) ভালুকটি কোথা থেকে বেরিয়ে এলো?ভালুকে হাত থেকে রক্ষা পেতে দুই বন্ধু কী করল তা দুটি বাক্যে লেখ ।
খ) হিংস্র বন্য প্রাণীর আক্রমণ থেকে তুমি কীভাবে নিজেকে রক্ষা করবে সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখ ।
গ) তোমার বন্ধু বিপদে পড়লে তাকে সহযোগিতা করার পাঁচটি উপায় লেখ।
৫। নিচের ক্রিয়া পদগুলোর চলিত রুপ লিখ:( যেকোন ৫টি ) ৫
আঁকিব, আসিতেছে, দেখিব, রহিয়াছে, হইয়াছিল, করিতেছে, বলিল
৬। অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন তৈরী কর। ( কে, কী, কোথায়, কীভাবে,কেন, কখন ইত্যাদি ব্যবহার করে) ৫
ফাতেমার মামার বাড়ি দিনাজপুর। সে গ্রীষ্মের ছুটিতে ট্রেনে চড়ে সেখানে বেড়াতে যাবে । সে মামাতো বোন
শিল্পীর সাথে লিচু বাগানে ঘুড়ে বেড়াবে । লিচু ফাতেমার খুব পছন্দ । তারা মজা করে লিচু খাবে ।
৭। যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণের ব্যবহার দেখিয়ে একটি করে শব্দ ও ১০
বাক্য তৈরি কর (৫টি)
(ক) ক্ষ (খ) স্ব (গ) ঞ্জ (ঘ) ঙ্ক (ঙ) ষ্ঠ চ) ক্ল ছ) স্ত
৮।উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি তোমার উত্তরপত্রে লিখ। ৫
বাংলাদেশের দক্ষিণে রয়েছে অপার সম্ভার সুন্দরবন সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন এখানে
রয়েছে যেমন প্রচুর গাছপালা কেওয়া ও সুন্দরী গাছের বন তেমনি রয়েছে নানা প্রাণী জীবজন্তু
৯। এক কথায় প্রকাশ কর: ( যেকোন ৫টি ) ৫
ক) মহান যে নারী ……
খ) অহংকার নেই যার ……
গ) যার সীমা নেই ……
ঘ) দেশকে ভালবাসে যে ……
ঙ) বীরদের মধ্যে শ্রেষ্ঠ ……
চ) মায়ের মুখের ভাষা ……..
ছ)সমুদ্রের তীরে বালুময় স্থান ……
১০। বিপরীত শব্দ লিখ: ( যেকোন ৫টি) ৫
দুরন্ত, বীর,বর্তমান, অহংকার, অসীম, বন্ধু, জীবন, সুনাম
১১। নিচের কবিতাংশটুকু পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ২+৫+৩=১০
দোয়েল কোয়েল ময়না কোকিল
সবার আছে গান
পাখির গানে পাখির সুরে
মুগ্ধ সবার প্রাণ ।
সাগর নদীর ঊর্মিমালার
মন ভোলানো সুর
নদী হচ্ছে স্রোতস্বিনী
সাগর সমুদ্দুর ।
ক)কবিতাংশটুকু তোমার পঠিত কোন কবিতার অংশ? উক্ত কবিতার কবির নাম কী?
খ)কবিতাংশটুকুর মূলভাব পাঁচটি বাক্যে লিখ।
গ) এখানে শহীদ ছেলে বলতে কাদের বোঝানো হয়েছে?
১২। শারীরিক অসুস্থতার জন্য তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লিখ। ৫
১৩। মনে কর, তুমি পাইকপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী। তুমি আন্তঃ প্রাথমিক
বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করতে আগ্রহী। এবার প্রয়োজনীয় তথ্য দ্বারা
নিচের ফরমটি পূরণ কর: ৫
১.শিক্ষার্থীর নাম :
২.বিদ্যালয়ের নাম :
৩.শ্রেণি:
৪.পিতার নাম:
মাতার নাম:
৫.বর্তমান ঠিকানা গ্রাম……….… ডাকঘর ………..উপজেলা………….জেলা……………..
৬.জন্ম তারিখ……
৭.যেসব খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ক.
খ.
গ.
……… ………..
শ্রেণিশিক্ষকের স্বাক্ষর শিক্ষার্থীর স্বাক্ষর
১৪। ২০০ শব্দের মধ্যে নিচের যেকোন একটি বিষয় অবলম্বনে রচনা লিখ। ১০
ক) আমার প্রিয় খেলা ফুটবল।
সংকেতঃ ভূমিকা, খেলার নিয়ম, খেলার বিবরন, উপকারিতা, উপসংহার ।
খ) শব্দ দূষণ
সংকেতঃ ভূমিকা, শব্দ দূষনের উৎস, শব্দ দূষনের ক্ষতিকর দিক, শব্দ দূষন রোধে যা করতে হবে , উপসংহার ।
গ) মৃৎশিল্প।
সংকেতঃ সূচনা, বর্ণনা, শখের হাঁড়ি, টেরাকোটা, উপসংহার ।
ঘ) একজন বীরশ্রেষ্ঠের জীবনী
সংকেতঃ ভূমিকা, পরিচয়, মুক্তিযুদ্ধে তার অবদান, উপসংহার ।
৫ম শ্রেণির বাংলা প্রশ্ন ২০২৪ PDF
৫ম শ্রেণির ইংরেজি প্রশ্ন ২০২৪
1st Terminal Assesment-2024
199 No. Moksed Munshi Nishonka Govt. primary school
Dignagar Cluster, Muksudpur Upazila,
Class- 5
Subject- English ,
Time:2:30 Hours Full Marks:100
Read the passage carefully and answer the questions: 1,2 & 3
Saikat Islam lives with his parents in a flat in Bogra. His father Mr.Rashidul Islam is a banker. But in his free time Mr.Islam writes stories and listens to music. Saikat’s mother is Mrs.Monwara Islam. She is a housewife. In her free time she enjoys sewing. She makes dresses. She often gets orders from her friends and neighbors. Saikat is in class five. He is a good student. He wants to improve his English. So he watches cartoons on TV everyday. He likes books about animals , specially tigers and lions.
1. Fill the blanks with the given words in the box: 5
parents | flat | teacher | makes |
banker | reads | student | father |
a)Saikat lives in a…………
b)Mr. Rashidul Islam and Mrs. Monwara Islam are Saikat’s…….
c) Saikat’s is a good ……….
d) Mr. Rashidul Islam is a……..
e) Saikat’s mother………dresses.
2. Write True for correct statement or False for incorrect statement: 1X6=6
a) Saikat reads in class eight.
b) Mr. Rashidul Islam lives in Bogra .
c) His mother is a doctor .
d) Mr. Rashidul Islam reads stories in his free time.
e) Saikat is a good student .
f) Saikat likes books about animals.
3. Answer the following questions : 6X2=12
a) What does siakat’s father do in his leisure time ?
b) Where does Saikat live ?
c) What class is Saikat in ?
d) What is Mrs. Monwara Islam ?
e) How does Saikat want to improve his English ?
f) Witte three sentences about saikat Islam .
4.Write a shortabout “Your Family’’ in at least 10 sentences : 10
Read the text and answer the question 5, 6, 7 and 8
Today is the 26th March. It is annual sports day of Mitu’s school. Mitu came to school early in the morning. She is a member of the cub team of her school. The cub team helps their teachers to decorate there school field. The cub teacher Mr. Hasan is giving instructions. The cub team decorates the field with colorful papers. They draw a circle with chalk powder around the whole Field. They also draw a circle in the middle of the field. The cock fight game will be held there. They also draw some lines on one said of the field. The 100 meter race will be held there. They prepare an area on another side for playing long-jump and high-jump.
Mita feels excited. She will take part 100 meter race and high-jump. She is a good runner. She hopes to get a prize in the race. All the teachers also help each other to make the sports day wonderful. Their Head teacher Mrs. Keya is contacting with the guests. When the students and their guardians are waiting for the start of the sports.
5. Fill the blanks with the given words in the box: 5
make | cub | goes | member |
circle | field | prize | triangle |
- Mita ………to school early in the morning on the sports day.
- Mita is a ………of the school cub team.
- Mita and his friends decorate the …….. with colorful papers.
- Mrs. Hasan is a …… teacher.
- Mita hopes to get a ………..in 100 meter race.
6. Write True for correct statement and False for the incorrect 1X6=6
statement:
a) Some students decorate the field on the sports day.
b) The cub team draws only one circle in the field.
c) Mita is excited.
d) Mr. Hasan is contacting with the guests.
e) The cub team prepares one side of the field for long jump.
f) Mita is a good runner.
7. Answer the following questions : 5X2=10
a) Where are the annual sports arranged?
b) Who helps their teachers to decorate the field ?
c) Why does the cub team draw lines in the field ?
d) Who is contacting with the guests ?
e) Write two activities of Mita on the annual sports day ?
8. suppose you are Rana / Ruma. Your friend is Mamun / Mina. Now write
a letter to your friend about the annual sports day of your school. 10
9. Make the WH questions from the given sentences with who, when,
where, why, which and How using underline word / words: 2×5=10
a) Saikat comes from Bogura.
B) Rafsun gets up at 6 am.
c) The name of our country is Bangladesh.
d) Kazi Nazrul Islam is our national poet.
e) There are twelve months in a years.
10. Read the tips to be a good student. Then answer the following question:
# Get up early in the morning .
# Go to school regularly .
# Be attentive in your class.
# Prepare your lessons every day.
# Follow your teacher’s advice .
Question: 2×3 = 6
- when should you get up ?
- Why should you go to school regularly.
- What do you do to be a good student ? Write in three sentence .
11. Fill in the blanks by writing the times so that they make sense: 1×5=5
I’m a student. I get up at (a)……..They I brush my teeth at (b)…….Usually, I have my breakfast at (c)……. After that I get dresses at (d)……. I start for school at (e)……….
12. Re-arrange words the correct order to make meaningful sentence: 1×5=5
a) of / a / water / drink / lot .
b) lie / not / do / tell / a .
c) his / English / wants / he / to / improve .
d) twelve / year / months / a / make.
e) read / five / in / he / class.
13. Fetema reads in class five in Muksudpur Government primary school . His
father’s name is Mr. Rakibul and mother’s name is Nila Begum. Fatema wants
to be a member of his school cub Team . Now fill up the from using Fatema’s
information : 1×5=5
Fatema’s Information.
a) Name:………………..
b) Father’s name:………
c) Mother’s name:……….
d) School’s name: ………
e) Class:………………..
৫ম শ্রেণির ইংরেজি প্রশ্ন ২০২৪ PDF
৫ম শ্রেণির গণিত প্রশ্ন ২০২৪
১ম প্রান্তিক মূল্যায়ন – ২০২৪ খ্রি.
১০১ নং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ক্লাস্টারঃ দিগনগর , মুকসুদপুর, গোপালগঞ্জ ।
শ্রেণিঃ ৫ম
বিষয়ঃ গণিত
সময়ঃ ২:৩০ ঘন্টা পূর্ণমানঃ ১০০
প্রশ্নগুলোর উত্তর দাও ।
১। সংক্ষেপে উত্তর উত্তরপত্রে লিখঃ (১×২০)=২০
ক) ১০০ × ১০০= কত ?
খ) গুণ কীসের সংক্ষিপ্ত রূপ ?
গ) একটি কলার দাম ৫ টাকা হলে, এক ডজন কলার দাম কত ?
ঘ) নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ ।
ঙ) ৮টি ডিমের দাম ৭২ টাকা হলে, ১টি ডিমের দাম কত ?
চ) গ.সা.গু. এর পূর্ণরূপ লেখ ।
ছ) ২০ ÷ (৫× ২) = কত ?
জ) সংখ্যা প্রতীক কয়টি ?
ঝ) (ক ÷ ৫) × ৪ = ২৮, এখানে ‘ক’ এর মান কত ?
ঞ) ৪ এর প্রথম দু’টি গুণিতক লেখ ।
ট) গুণনীয়কের অপর নাম কী ?
ঠ) ৫ কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর।
ড) ৫ এর বিপরীত ভগ্নাংশ লেখ ।
ঢ) ১৫ এর সকল গুণনীয়ক লেখ ।
ণ) + = কত ?
ত) – = কত ?
থ) একটি চতুর্ভুজে কতটি কর্ণ আঁকা সম্ভব ?
দ) আয়ত ও বর্গের মধ্যে একটি পার্থক্য লেখ।
ধ) এটি কোন ধরনের চতুর্ভুজ ?
ন) ট্রাপিজিয়ামে কয় জোড়া বাহু সমান্তরাল ?
২। একটি গরু ও একটি খাসির মূল্য যথাক্রমে ৪২৪৫০ টাকা ও ৯৭৫০ টাকা ।
ক) ১টি গরু ও ১টি খাসির মূল্যের পার্থক্য কত ? ২
খ) ৮টি খাসির মূল্য কত ? ৩
গ) ১২টি গরু ও ৮টি খাসির মোট মূল্য কত ? ৩
অথবা
এক ব্যক্তির দৈনিক আয় ৬০০ টাকা এবং দৈনিক ব্যয় ৪৫০ টাকা ।
ক) তার দৈনিক সঞ্চয় কত ? ২
খ) তার মাসিক ব্যয় কত ? ৩
গ) তার বাৎসরিক সঞ্চয় কত ? ৩
৩। ১৫টি শার্ট ও ১২টি প্যান্টের মূল্য একত্রে ১৪৫৫০ টাকা । ১টি শার্টের মূল্য ৪৫০ টাকা ।
ক) ১৫টি শার্টের মূল্য কত ? ২
খ) ১টি প্যান্টের মূল্য কত ? ৩
গ) ৩২৫০ টাকায় কয়টি প্যান্ট পাওয়া যাবে ? ৩
অথবা
৫৪ দ্বারা একটি সংখ্যাকে ভাগ করে ভাগফল ১৮ ও ভাগশেষ ৮ পাওয়া গেল ।
ক) সংখ্যাটি কি নিঃশেষে বিভাজ্য ?
খ) সংখ্যাটি নির্ণয় কর ।
গ) উদ্দীপকের সংখ্যাটিকে ১০ দ্বারা ভাগ কর ।
৪। মা ও কন্যার বয়সের সমষ্টি ৭৬ বছর । মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ ।
ক) কন্যার বয়স কত ? ২
খ) মাতার বয়স কত ? ৩
গ) ১০ বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে ? ৩
অথবা,
১জন শ্রমিক সপ্তাহে ২১০০ টাকা আয় করেন এ্ং মাসে ৮১৫০ টাকা ব্যয় করেন । বাকি টাকা সঞ্চয় করেন । [১ মাস = ৩০ দিন]
ক) তিনি দৈনিক কত টাকা আয় করেন ? ২
খ) তার মাসিক সঞ্চয় কত ? ৩
গ) ৫২৫০০ টাকা সঞ্চয় করতে তার কত মাস সময় লাগবে ? ৩
৫। ১৫টি পেনসিল এবং ১২টি কলমের দাম একত্রে ২৭৬ টাকা । ১টি কলমের দাম ৮ টাকা ।
ক) ১২টি কলমের দাম কত ? ২
খ) ১৫টি পেনসিলের দাম কত ? ৩
গ) ১০টি পেনসিল কিনতে কত টাকা লাগবে ? ৩
অথবা,
মামুন ১২০ টাকা দিয়ে ২৪টি পেনসিল কিনল ।
ক) মামুন কত ডজন পেনসিল কিনল ? ২
খ) একটি পেনসিলের দাম কত ? ৩
গ) ১০০ টাকায় সে কয়টি পেনসিল কিনতে পারবে ? ৩
৬। হিসাব করঃ ক) + =কত ? খ) – =কত ? ৪+৪=৮
অথবা
ও মিটার দৈর্ঘ্যের ২টি ফিতা আছে।
ক) ফিতা দুইটির মোট দৈর্ঘ্য কত ? ৪
খ) ফিতা দুইটির দৈর্ঘ্যের পার্থক্য কত ? ৪
৭। ১৫০ গ্রাম ওজনের ‘ক’ সংখ্যক খাতা ৪০০ গ্রাম ওজনের একটি বাক্সে রাখা হলো
এবং মোট ওজন ‘খ’ ।
ক) ৩টি বাক্সের ওজন কত গ্রাম ? ২
খ) ‘ক এবং ‘খ’ এর মধ্যে সম্পর্ক লেখ । ২
অথবা,
(ক ÷ ৫) × ৬ = ৪২ এবং ৩×(৫+খ)= ২৭ দুইটি বাক্য ।
ক) প্রথম বাক্যটি কোন ধরনের বাক্য ? ২
খ) দ্বিতীয় বাক্যের ‘খ’ এর মান নির্ণয় কর । ২
৮। তিনটি ঘন্টা প্রথমে একত্রে বেজে উঠার পর যথাক্রমে ১০, ১২ ও ১৫ মিনিট পর পর
বাজতে লাগলো ।
ক) ঘন্টাগুলো সর্বনিম্ন কতো মিনিট পর আবার একত্রে বাজবে? ৪
খ) সকাল ৯.০০ টায় একত্রে বাজার পর ঘন্টাগুলো আবার কয়টায় একত্রে বাজবে? ৪
অথবা,
একজন শিক্ষক ২৪টি কলা, ৪২টি বিস্কুট এবং ৫৪টি চকলেট শিক্ষার্থীদের মধ্যে
সমানভাবে ভাগ করে দিতে চান ।
ক) সর্বোচ্চ কতোজন শিক্ষর্থীর মধ্যে কলা, বিস্কুট ও চকলেট সমানভাবে ভাগ
করে দিতে পারবেন ? ৪
খ) এক জন শিক্ষার্থী কলার চেয়ে কয়টি চকলেট বেশি পাবে ? ৪
৯। একটি রাস্তায় ২৫ মিটার পর পর গাছ এবং ২০ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে ।
রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে আছে ।
ক) কত মিটার পরপর গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকবে ? ৪
খ) রাস্তাটির দূরত্ব ৩.৫ কি.মি. হলে কতটি স্থানে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকবে? ৪
অথবা,
দুইটি ড্রামের ধারণক্ষমতা যথাক্রমে ২২৮ লিটার ও ৩৪৮ লিটার ।
ক) ২২৮ কে মৌলিক উৎপাদাকে বিশ্লেষণ কর । ২
খ) সর্বাধিক কত ধারণক্ষমতার পানিপূর্ণ কলসি দিয়ে পূর্ণসংখ্যকবার পানি ঢেলে
ড্রাম দুইটি পূর্ণ করা যাবে ? ৩
গ) দ্বিতীয় ড্রামে ১ম ড্রাম অপেক্ষা কতো কলসি পানি বেশি ধরবে । ৩
১০। ১টি টেবিলের মূল্য ৭৫০ টাকা ও ১টি চেয়ারের মূল্য ২৫০ টাকা ।
ক) ২০ টি চেয়ারের মূল্য কত ? ৪
খ) ১টি টেবিল ও ১টি চেয়ারের মূল্যের পার্থক্য কত ? ৪
গ) ৯০০০ টাকায় কতটি টেবিল পাওয়া যাবে ?
অথবা
‘ক’ প্যাকেট বিস্কুট ও ১ বোতল পানীয়ের মূল্য একত্রে ‘খ’ টাকা। ১ প্যাকেট বিস্কুটের মূল্য
১৮ টাকা এবং ১ বোতল পানীয়ের মূল্য ১২ টাকা ।
ক) ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখ।
খ) ‘খ’ এর মান নির্ণয় কর, যখন ক=১০ ৩
গ) ‘ক’ এর মান নির্ণয় কর যখন খ=১২০ ৩
১১। যেকোন ২টি প্রশ্নের উত্তর দাওঃ (২টি) (৩+৩)×২=১২
ক) একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.
১। বর্গটি অংকন কর ২। অঙ্কিত বর্গের তিনটি বৈশিষ্ট্য লেখ ।
খ) একটি আয়তের ভূমি ৫ সে.মি. ও উচ্চতা ৪ সে.মি. ।
১। আয়তটি অংকন কর । ২। অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য লেখ ।
গ) একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৫ সে.মি. ও ৩ সে.মি. ।
১। ট্রাপিজিয়াম টি অংকন কর ।
২। অঙ্কিত ট্রাপিজিয়ামের তিনটি বৈশিষ্ট্য লেখ ।
৫ম শ্রেণির গণিত প্রশ্ন ২০২৪ পিডিএফ
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম রাজধানী ও মুদ্রা
৫ম শ্রেণির বিজ্ঞান প্রশ্ন ২০২৪
৫ম শ্রেণির বিজ্ঞান প্রশ্ন ২০২৪ পিডিএফ
৫ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্ন ২০২৪
১ম প্রান্তিক মূল্যায়ন-২০২৪
১০১ নং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ক্লাস্টারঃ দিগনগর , মুকসুদপুর, গোপালগঞ্জ ।
শ্রেণিঃ ৫ম
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সময়ঃ ২:৩০ ঘন্টা পূর্ণমানঃ ১০০
প্রশ্নগুলোর উত্তর দাও ।
১। সংক্ষেপে উত্তর লিখ। ২×১৫=৩০
ক) কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল ?
খ) কত তারিখে মুক্তিবাহিনী গঠন করা হয়?
গ) স্বদেশ প্রাত্যাবর্তন দিবস কত তারিখ?
ঘ) মহাস্থানগড় কোথায় অবস্থিত?
ঙ) ২টি অর্থকারি ফসলের নাম লেখ।
চ) পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
ছ) আহসান মঞ্জিল প্রাসাদ টি কে তৈরি করেন?
জ) কত তারিখে বিজয় দিবস পালিত হয় ?
ঝ) কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয় ?
ঞ) ঘসেটি বেগম কে ছিলেন?
ট) সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত ?
ঠ) পানাম নগর কীসের জন্য বিখ্যাত ছিল ?
ড) প্রাচীন বাংলার রাজধানীর নাম কী ছিল ?
ঢ) আমাদের দেশের কোন মাটি আলু চাষের জন্য বিষেশ উপযোগী?
ণ) কুটির শিল্প কাকে বলে?
২। শূন্যস্থান পূরন কর? ১ × ১২=১২
ক) বাঙ্গালি জাতির ইতিহাসে ______________ একটি গৌরবময় ঘটনা?
খ) ছয়দফা আন্দোলন হয় …………. সালে?
গ) বাংলাদেশের প্রথম সরকার ………….. সরকার নামে পরিচিত।
ঘ) মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি…….. পায়।
ঙ) অনেক নারী প্রশিক্ষন নিয়ে…….. সরাসরি অংশগ্রহন করে।
চ) অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় ………… রাতে।
ছ) ১৭৫৭ সালের ২৩ জুন ………… যুদ্ধ সংঘঠিত হয়।
জ) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধী………।
ঝ) বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন………………।
ঞ) শিক্ষা প্রসার এবং নবজাগরনের ফলে ……… চেতনা বিস্তার লাভ করে।
ট) ১৯৫২ সালে……….. হয়েছিল।
ঠ) পাহাড়পুর রাজশাহী বিভাগের ………. জেলায় অবস্থিত।
৩। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে উত্তর পত্রে লিখ।
বাম পাশ | ডানপাশ |
ক) মুক্তিযুদ্ধে অংশ নেয় খ) বঙ্গভঙ্গ হয় গ) পাহাড়পুর বিহার নির্মিত হয় ঘ) চা বেশি উত্তপন্ন হয় ঙ) বাংলাদেশের প্রায় ১০ লক্ষ মানুষ | ১) ত্রিশ লক্ষ বাঙালি ২) বাংলাদেশের সিলেট ও চট্রগ্রামে ৩) গৃহহীন ৪) ১৯০৫ ৫) কৃষক ৬) রাজা ধর্মপালের শাসনামলে ৭) সকল শ্রেণী পেশার মানুষ। |
৪। নিচের প্রশ্নগুলো হতে ৮ টি প্রশ্নের উত্তর দাও।
ক) মুক্তিযুদ্ধ কী ? মুক্তিযুদ্ধের ৪টি তাৎপর্য লিখ? ১+১+৪=৬
খ) বীরশ্রেষ্ঠ কারা? বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়েছিল কেন? মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠের অবদান
সম্পর্কে ৪ টি বাক্য লিখ। ১+১+৪=৬
গ) পলাশির যুদ্ধ কেন হয়েছিল? কত সালে এই যুদ্ধ সংঘঠিত হয়? ১+১+৪=৬
এ যুদ্ধের ৪ টি ফলাফল লিখ।
ঘ) সিপাহী বিদ্রোহ কি? সিপাহি বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন ? সিপাহী বিদ্রোহের ১+১+৪=৬
৪ টি ফলাফল লিখ ।
ঙ) তিতুমীর কে ছিলেন? তিনি বাঁশের কেল্লা নির্মান করেন কেন? ব্রিটিশ বিরোধী ৪ টি ১+১+৪=৬
আন্দোলনের নাম লিখ?
চ) ময়নামতি কোন জেলায় অবস্থিত এ যায়গার নাম ময়নামতি হয়েছে কেন? ময়নামতি ১+১+৪=৬
সম্পর্কে চারটি বাক্য লিখ।
ছ) সোনারগাও কোন নদীর তীরে অবস্থিত? এটি নদীর ধারে গড়ে ওঠার কারন কি? ১+১+৪=৬
সোনারগাও সম্পর্কে ৪ টি বাক্য লিখ।
জ) কুটির শিল্প কি? এটি গুরুত্বপুর্ন কেন? আমাদের দেশের ৪ টি কুটির শিল্পের নাম লিখ । ১+১+৪=৬
ঝ) পাট কি? পাটকে সোনালি আঁশ বলা হয় কেন? পাটের চারটি ব্যাবহার লিখ? ১+১+৪=৬
ঞ) বাংলাদেশের অর্থনীতির শতকরা কতভাগ কৃষি হতে আসে? বাংলাদেশকে কৃষিপ্রধান ১+১+৪=৬
দেশ বলা হয় কেন। বাংলাদেশের কৃষি উন্নয়নে তোমার ৪ টি পরামর্শ।
৫ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্ন ২০২৪ পিডিএফ
৪র্থ শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন ২০২৪
৫ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন ২০২৪
১ম প্রান্তিক মূল্যায়ন – ২০২৪ খ্রি.
১০১ নং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ক্লাস্টারঃ দিগনগর , মুকসুদপুর, গোপালগঞ্জ ।
শ্রেণিঃ পঞ্চম
বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা
সময়ঃ ২:৩০ ঘন্টা পূর্ণমানঃ ১০০
১। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখঃ (২ × ১৫)=৩০
ক) আমরা আল্লাহ তাআলার পরিচয় কীভাবে পাবো ?
খ) আল্লাহর হুকুম অমান্য করলে কী হবে ?
গ) নবী ও রাসূল কাদের বলে ?
ঘ) পরকালের জীবনের প্রথম ধাপ কী ?
ঙ) কবরে কী কী প্রশ্ন করা হবে ? চ) ইবাদত কাকে বলে ?
ছ) সালাতের আরকান কাকে বলে ? জ) সাহু সিজদাহ কী ?
ঝ) সালাতের নিষিদ্ধ সময়গুলো কী কী ?
ঞ) আখিরাত কী ?
ট) আমরা কী বলে আল্লাহর শোকর করবো ?
ঠ) পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখ ।
ড) যাকাত দেওয়ার দুটি উপকারিতা লেখ।
ঢ) মাসারিফ অর্থ কী ? ণ) ইসলামের রোকন কয়টি ?
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ(১২টি) (১ × ১২)=১২
ক) যাদের …….. বেশি হবে, তারা হবে জাহান্নামী ।
খ) সালাত ইসলামের…………. ।
গ) মসজিদ হলো …… ঘর।
ঘ) মকসরিফ অর্থ ব্যয়ের……….. ।
ঙ) জীবনে একবার …….করা ফরজ ।
চ) দেশপ্রেম………. অঙ্গ ।
ছ) হজ্জ একটি গুরুত্বপূর্ণ………… ইবাদত ।
জ) সব প্রশংসা একমাত্র ………….. ।
ঝ) সততা মানে………………. ।
ঞ) আল্লাহর কোনো ……….. নেই ।
ট) মায়ের পদতলে……….. জান্নাত ।
ঠ) হজ্জের ফরজ ……..টি ।
ড) সালামের মাধ্যমে……. শেষ করতে হয় ।
ঢ) সাওমের মূল উদ্দেশ্য হলো…….. অর্জন করা।
৩। বাম পাশের বাক্যগুলোর সাথে ডানপাশের বাক্যগুলো মিল করঃ (২ × ৫)=১০
বাম পাশ | ডান পাশ |
ক. ইবাদত শব্দের অর্থ | চাবি |
খ. পবিত্রতা ইমানের | দরজা |
গ. সালাত দীন ইসলামের | অঙ্গ |
ঘ. জুমআর সালাতের আলাদা | বন্দেগী |
ঙ. সালাত হচ্ছে জান্নাতের | কোন ওয়াক্ত নেই |
খারাপ কাজ |
৪। নিচের প্রশ্নগুলো হতে যেকোন ৮টি প্রশ্নের উত্তর দাওঃ (৬ × ৮)=৪৮
ক) কাদীরুন শব্দের অর্থ কী ? আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে চারটি বাক্য লেখ। ২+৪=৬
খ) আখিরাত মানে কী ? আখিরাতের যেসব বিষয়ের উপর ইমান আনা জরুরী সে ২+৪=৬
সম্পর্কে ৪টি বাক্য লেখ।
গ) মুসলিম কে ? একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত তা ৪টি বাক্যে লেখ।২+৪=৬
ঘ) নবী-রাসূল কাদের বলে ? নবী-রাসূলগণের ৪টি মূল শিক্ষা লেখ। ২+৪=৬
ঙ) সালাতের আহকাম কাকে বলে ? সালাতের আহকামগুলো লেখ। ২+৪=৬
চ) সালাতের ওয়াজিব কয়টি ? ভুলে ওয়াজিব বাদ পড়লে কী করতে হয়? ১+১+৪=৬
সালাতের ৪টি ওয়াজিব লেখ।
ছ) নিসাব মানে কী ? যাকাতের মাসারিফ বা খাতগুলোর নাম লেখ। ২+৪=৬
জ) দেশপ্রেম কাকে বলে ? আমরা কীভাবে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ২+৪=৬
পারি তা ৪টি বাক্যে লেখ।
ঝ) মসজিদ কাকে বলে ? মসজিদের ৫টি আদব লেখ। ২+৪=৬
ঞ) সাহু সিজদাহ বলতে কী বুঝ ? সাহু সিজদাহ আদায়ের নিয়ম লেখ। ২+৪=৬
৫ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন ২০২৪ পিডিএফ
৫ম শ্রেণির হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা প্রশ্ন ২০২৪
৫ম শ্রেণির হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা প্রশ্ন ২০২৪ পিডিএফ
৫ম শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন ২০২৪ বিষয়ক পোস্টটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। পোস্টটি আপনার উপকারে আসলে আমাদের শ্রম স্বার্থক হবে। ধন্যবাদ।