আমার বাড়ি কবিতা

আমার বাড়ি কবিতা কবি জসীম উদ্দীন এর গ্রামবাংলার এক নিখাঁদ প্রেমের কবিতা। ভালোবাসার আহবানের সাথে সাথে এই কবিতায় ফুটে উঠেছে গ্রামীন সৌন্দর্য্যের প্রতিচ্ছবি।
আমার বাড়ি কবিতা
আমার বাড়ি
-জসীম উদ্দীন
আমার বাড়ি যাইও ভোমর
বসতে দেবো পিঁড়ে।
জল পান যে করতে দেবো
শালি ধানের চিঁড়ে ।
শালি ধানের চিঁড়ে দেবো
বিন্নি ধানের খই,
বাড়ির গাছের কবরী কলা
গামছা-বাঁধা দই ।
আম-কাঁঠালের বনের ধারে
শুয়ো আঁচল পাতি ।
গাছের শাখা দুলিয়ে বাতাস
করব সারা রাতি ।
চাঁদমুখে তোর চাঁদের চুমো
মাখিয়ে দেবো সুখে,
তারা ফুলের মালা গাঁথি
জড়িয়ে দেবো বুকে ।
গাই দোহনের শব্দ শুনি
জেগো সকাল বেলা ।
সারাটা দিন তোমায় লয়ে
করব আমি খেলা ।
আমার বাড়ি ডালিম গাছে
ডালিম ফুলের হাসি,
কাজলা দীঘির কাজল কাজল জলে
কাঁসগুলি যায় ভাসি ।
আমার বাড়ি যাইও ভোমর
এই বরাবর পথ ।
মৌরি ফুলের গন্ধ শুঁকে
থামিও তব রথ ।
আমার বাড়ি কবিতা টি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।



