উত্তর আমেরিকা মহাদেশের দেশসমূহের নাম, রাজধানী, মুদ্রা
উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর ৩য় বৃহত্তম মহাদেশ । উত্তর আমেরিকা মহাদেশে মোট ২৩ টি স্বাধীন-সার্বভৌম দেশ রয়েছে । উত্তর আমেরিকা মহাদেশের আয়তন ২,৪৭,০৯,০০০ বর্গ কি.মি. । ২০২১ সালের জরীপ অনুযায়ী উত্তর আমেরিকা মহাদেশের জনসংখ্যা ৫৯,২২,৯৬,২৩৩ জন ।
উত্তর আমেরিকা মহাদেশের দেশ সমূহ
উত্তর আমেরিকা মহাদেশের দেশসমূহের নাম, রাজধানী, মুদ্রা
আসুন আমরা জেনে নিই উত্তর আমেরিকা মহাদেশের দেশসমূহের নাম, রাজধানী, মুদ্রা :
১। যুক্তরাষ্ট্র – ওয়াশিংটন – ডলার
২। কানাডা – অটোয়া – কানাডিয়ান ডলার
৩। মেক্সিকো – মেক্সিকো সিটি – মেক্সিকান পেসো
৪। এল সালভাদর – সান সালভাদর – মার্কিন ডলার
৫। কোস্টারিকা – সানজোসে – কোলন
৬। গুয়েতেমালা – গুয়েতেমালা সিটি – কুয়েতজাল
৭। নিকারাগুয়া – মানাগুয়া- নিকারাগুয়ান কর্ডোবা
৮। পানামা – পানামা সিটি – পানামি বালবোয়া, আমেরিকান ডলার
৯। হন্ডুরাস – তেগুচিগালপা – লেম্পিরা
১০। এন্টিগুয়া বারমুডা – সেইন্ট জন্স – ইস্ট ক্যারিবিয়ান ডলার
১১। কিউবা – হাভানা – কিউবান পেসো
১২। গ্রানাডা – সেন্ট জর্জেস- ইস্ট ক্যারিবিয়ান ডলার
১৩। জ্যামাইকা – কিংসটন – জ্যামাইকান ডলার
১৪। ডোমিনিকা – রোসিয়াউ – ইস্ট ক্যারিবিয়ান ডলার
১৫। ডোমিনিকান রিপাবলিক – সেন্ট ডোমিনিগো – ডোমিনিকা পেসো
১৬। ত্রিনিদাদ ও টোবাগো – পোর্ট অব স্পেন – ত্রিনিদাদ ও টোবাগো ডলার
১৭। বারবাডোজ – ব্রিজটাউন – বার্বাডোস ডলার
১৮। বাহামা দ্বীপপুঞ্জ – নাসাউ – বাহারমিয়ান ডলার
১৯। বেলিজ – বেলমোপান – বেলিজে ডলার
২০। সেন্ট কিটস – বাসটেরে-ইস্ট ক্যারিবিয়ান ডলার
২১। সেন্ট ভিনসেন্ট – কিংসটাউন – ইস্ট ক্যারিবিয়ান ডলার
২২। সেন্ট লুসিয়া- কাস্ট্রি- ইস্ট ক্যারিবিয়ান ডলার
২৩। হাইতি – পোর্ট অব প্রিন্স – হাইতিয়ান গোরদে।
উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল
উত্তর আমেরিকা মহাদেশের দেশ সমূহের নাম মনে রাখার সহজ কৌশল হলো: কানাডা থেকে মামে এল বেগুনি, পাকোড়া হাতে। রাত্রিবেলা অ্যান্টি, বাবা, জামাইবাবু, হোসেন ও ডোডো কে নিয়ে কিউবা গিয়েছে।
বিশ্লেষণঃ
কানাডা থেকে মামে এল বেগুনি, পাকোড়া হাতে। অর্থাৎ,
- ১) কানাডা
- ২) মা = মার্কিন যুক্টরাষ্ট্র (আমেরিকা)
- ৩) মে = মেক্সিকো
- ৪) এল = এল সালভাডর
- ৫) বে = বেলিজ
- ৬) গু = গুয়াতেমালা
- ৭) নি = নিকারাগুয়া
- ৮) পা = পানামা
- ৯) কো/ কোড়া = কোস্টারিকা
- ১০) হা/ হাতে = হন্ডুরাস।
রাত্রিবেলা অ্যান্টি, বাবা, জামাইবাবু, হোসেন ও ডোডো কে নিয়ে কিউবা গিয়েছে। অর্থাৎ,
- ১১) রাত্রিবেলা = ত্রিদিনাদ ও টোবাগো
- ১২) অ্যান্টি = অ্যান্টিগুয়া ও বার্বোডা
- ১৩) বা = বাহামা দীপপুঞ্জ
- ১৪) বা = বার্বাডোস
- ১৫) জামাইবাবু = জ্যামাইকা
- ১৬) হো = হাইতি
- ১৭) সে / সেন = সেন্ট কিটস এন্ড নেভিস
- ১৮) সে/সেন = সেন্ট লুসিয়া
- ১৯) সে /সেন = সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দীপপুঞ্জ
- ২০) ডো = ডোমিনিকা
- ২১) ডো = ডোমিনিকান প্রজাতন্ত্র
- ২২) কিউবা = কিউবা প্রজাতন্ত্র
- ২৩) গিয়েছে = গ্রেনাডা।
টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফিকচার ( বাংলাদেশ সময় অনুযায়ী)
উত্তর আমেরিকা / নদার্ন আমেরিকা সংক্রান্ত আরও প্রশ্ন উত্তর
উত্তর আমেরিকার (North America) স্বাধীন দেশ কয়টি?
নর্থ / উত্তর আমেরিকায় মোট ২৩ টি স্বাধীন সার্বভৌম দেশ রয়েছে। যেমন: ১) হাইতি (Haiti), ২) বাহামা (Bahamas), ৩) বেলিজ (Belize), ৪) জামাইকা (Jamaica), ৫) ট্রিনিডাদ ও টোব্যাগো (Trinidad and Tobago), ৬) অ্যান্টিগুয়া ও বার্বুডা (Antigua and Barbuda), ৭) ডোমিনিকা (Dominica), ৮) সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস (Saint Vincent and the Grenadines), ৯) গ্রেনাডা (Grenada), ১০) বার্বাডোস (Barbados), ১১) সেন্ট কিটস এবং নেভিস (Saint Kitts and Nevis), ১২) বেলিজ ( Belize), ১৩) হন্ডুরাস (Honduras), ১৪) নিকারাগুয়া (Nicaragua), ১৫) কোস্টা রিকা (Costa Rica), ১৬) পানামা (Panama), ১৭) সেন্ট লুসিয়া (Saint Lucia), ১৮) মেক্সিকো (Mexico), ১৯) এল সালভাদর (El Salvador), ২০) গুয়াতেমালা (Guatemala), ২১) কিউবা (Cuba), ২২) ডোমিনিকান প্রজাতন্ত্র (Dominican Republic), ২৩) কানাডা (Canada)।
উত্তর আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?
খুব বেশি প্রাচীনতম বলা যাবে না, এরকম একটি মহাদেশের নাম হলো: উত্তর আমেরিকা। এই নর্থ আমেরিকার আবিষ্কারক হলেন, ইতালীয় নাবিক ও ঔপনিবেশিক ক্রিস্টোফার কলম্বাস (Christopher Colombus)। তিনি তার জীবণের তরুণ বয়সে ইতালির বন্দর শহর জেনোয়া টাউন থেকে সমুদ্রযাত্রা শুরু করেন এবং বিভিন্ন অঞ্চল পেরিয়ে ভাগ্যের বদৌলতে ১৪৯২ খৃষ্টাব্দ সালে উত্তর আমেরিকার আবিষ্কার করেন।
ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের নিয়ম ও দুআ
সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে উত্তর আমেরিকা মহাদেশের দেশসমূহের তালিকা বিভিন্ন পরিক্ষাপত্রে আসতে পারে। সুতরাং এই পোষ্টটি আপনার সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে শেয়ার করে রাখুন।