গড় কাকে বলে ? গড় নির্ণয়ের সূত্র কি ?
গড় কাকে বলে তা জানার পূর্বে আমরা জেনে নিই গড় কি ? দুটি সহজ উদাহরণের মাধ্যমে আমরা গড়ের ধারণা বুঝে নিতে পারি।

গড় কাকে বলে ? গড় নির্ণয়ের সূত্র কি ?
মনে করুন, ৩ বন্ধুর কাছে কিছু টাকা আছে। ১ম বন্ধুর কাছে আছে ১৫ টাকা, ২য় বন্ধুর কাছে ১০ টাকা এবং ৩য় বন্ধুর কাছে ৫ টাকা আছে। তাহলে এখানে বন্ধুর সংখ্যা হচ্ছে ৩ । অর্থাৎ রাশির সংখ্যা তিন। কিন্তু তিন জন বন্ধুর কাছে সমান পরিমাণে টাকা নেই। একেক জনের টাকার পরিমাণ একেক রকম। এবার আমরা তাদের সবার টাকার পরিমাণ সমান করা যায় কিনা তা চেষ্টা করি। ১ম বন্ধুর কাছে ছিল ১৫ টাকা । আবার ৩য় বন্ধুর কাছে আছে মাত্র ৫ টাকা। এবার আমরা ১ম বন্ধুর কাছ থেকে ৫টাকা নিয়ে ৩য় বন্ধুকে দিই।
তাহলে ১ম বন্ধুর ১৫ টাকা থেকে ৫ টাকা কমে হয়ে গেল ১০ টাকা । আবার ৩য় বন্ধুর ৫ টাকার সাথে আরও ৫ টাকা বেড়ে হয়ে গেল ১০ টাকা । আর ২য় বন্ধুর তো ১০ টাকাই ছিল। এবার তিনজন বন্ধুরই ১০ টাকা করে হয়ে গেল।
তিন বন্ধুর টাকার এই সমতার প্রক্রিয়া আমরা এভাবে করতে পারিঃ তিন বন্ধুর টাকাগুলো যোগ করবো। তারপর মোট টাকা ৩ দিয়ে ভাগ করবো। (১৫+১০+৫)= ৩০÷৩ = ১০ । অর্থাৎ গড়ে প্রত্যেক বন্ধুর কাছে ১০ টাকা করে আছে।
এভাবে আরেকটি উদাহরণ দেখিঃ পাঁচজন শিক্ষার্থীর কাছে চকলেট আছে যথাক্রমে- ৫টি, ৬টি, ৮টি, ৪টি ও ৭টি । এখানে শিক্ষার্থীর সংখ্যা ৫। অর্থাৎ রাশি সংখ্যা ৫টি। এবার আমরা পাঁচজন শিক্ষার্থীর চকলেটগুলোকে যোগ করিঃ (৫+৬+৮+৪+৭)= ৩০ । এখন রাশি হচ্ছে পাঁচটি। তাই মোট যোগফল ৩০ কে রাশির সংখ্যা ৫ দিয়ে ভাগ করিঃ ৩০÷৫ = ৬টি । অর্থাৎ গড়ে প্রত্যেক শিক্ষার্থীর কাছে ৬ টি করে চকলেট আছে।
সুন্দর ত্বকের যত্নে ৭টি ঘরোয়া টিপস
এবার আমরা গড়ের সংজ্ঞা জেনে নিই-
গড় কাকে বলে
কতগুলো রাশি দেওয়া থাকলে ঐ রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে ঐ রাশিগুলোর গড় বলে ।
গড় নির্ণয়ের সূত্র রয়েছে। অর্থাৎ সূত্রের সাহায্যেও আমরা খুব সংক্ষেপে গড় নির্ণয় করতে পারি।
গড় নির্ণয়ের সূত্র
গড় = রাশিগুলোর যোগফল÷রাশিগুলোর সংখ্যা
গড় সংক্রান্ত আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টবক্সে জিজ্ঞেস করতে পারেন । উইকিপিডিয়া থেকেও গড়ের ধারণা নিতে পারেন। ধন্যবাদ ।



