মালদ্বীপের বিভিন্ন তথ্য : আয়তন, রাজধানী, মুদ্রা ইত্যাদি
মালদ্বীপের বিভিন্ন তথ্য আমাদের বিভিন্ন সময়ে প্রয়োজনে আসতে পারে । তাই আসুন আমরা মালদ্বীপের বিভিন্ন তথ্য জেনে নিই। মালদ্বীপ দক্ষিণ এশিয়া মহাদেশে অবস্থিত একটি দ্বীপদেশ। মালদ্বীপ সার্কভূক্ত একটি দেশ। মালদ্বীপ একটি মুসলিম অধ্যুষিত দেশ। মালদ্বীপ একটি রাষ্ট্রপতিশাসিত দেশ। এদেশের সরকার প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। আসুন আমরা মালদ্বীপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই ।

মালদ্বীপের বিভিন্ন তথ্য : আয়তন, রাজধানী, মুদ্রা, সময়ের পার্থক্য ইত্যাদি
মালদ্বীপের আয়তন কত
দ্বীপদেশ মালদ্বীপের আয়তন মাত্র ৩০০ বর্গ কিলোমিটার বা ১২০ বর্গ মাইল । আয়তনের দিক থেকে দেশটি বিশ্বের ১৮৬ তম স্থানে।
মালদ্বীপের রাজধানীর নাম কি
মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে । মালে মালদ্বীপের বৃহত্তম নগরি ।
মালদ্বীপের ভাষার নাম কি
মালদ্বীপের সরকারি ভাষা হচ্ছে ধিবেহী ।
মালদ্বীপের ধর্ম
মালদ্বীপের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম । এখানের মুসলিমরা হচ্ছেন সুন্নী মতাবলম্বী ।
ব্যাডমিন্টন কোর্টের মাপ । ব্যাডমিন্টন খেলার নিয়ম বিস্তারিত
মালদ্বীপের রাষ্ট্রপতির নাম কি
মালদ্বীপের রাষ্ট্রপতির নাম হচ্ছে মোহাম্দ মুইজ্জো (২০২৪), উপরাষ্ট্রপতি হচ্ছেন ফয়সাল নাসীম ।
মালদ্বীপের জনসংখ্যা কত
মালদ্বীপের জনসংখ্যা ২০২৪ সালে (আনুমানিক ) ৫লক্ষ ৪৪ হাজার ৭০০ জন ।
মালদ্বীপের মুদ্রার নাম কি
মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া । তবে মালদ্বীপের রিসোর্ট দ্বীপে মার্কিন ডলার ব্যবহৃত হয় ।
মালদ্বীপের ১ টাকা বাংলাদেশের কত টাকা
মালদ্বীপের ১ টাকা বাংলাদেশের ৭ টাকা ৭৩ পয়সা ।
ক্রিকেট মাঠের মাপ, পিচের সঠিক দৈর্ঘ্য ও প্রস্থ কত? জানুন
মালদ্বীপের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা
যেহেতু মালদ্বীপের ১ টাকা বাংলাদেশের ৭ টাকা ৭৩ পয়সা । সে হিসেবে মালদ্বীপের ১০০ টাকা বাংলাদেশের ৭৭৩ টাকা।
মালদ্বীপ টাইম
মালদ্বীপের টাইম জোন হচ্ছে GMT+5 . সে হিসেবে বাংলাদেশে যখন সকাল ১০:০০টা বাজে তখন মালদ্বীপের সময় হচ্ছে সকাল ০৯:০০টা ।
মালদ্বীপ সম্পর্কে এই তথ্য গুলো আপনার প্রয়োজনে আসলেই আমাদের শ্রম সার্থক হবে। মালদ্বীপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন উইকিপিডিয়া থেকেও । পোস্টটি সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্টবক্সে। ধন্যবাদ ।



