সুস্বাস্থ্য

বিভিন্ন বয়সের মানুষের সুষম খাদ্যের তালিকা

সুষম খাদ্যের তালিকাঃ মানব দেহ স্রষ্টার এক অপরূপ এবং আশ্চর্যজনক সৃষ্টি । মানব দেহের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গ সুস্থ ও সবল রাখার জন্য শরীরে প্রয়োজনী পুষ্টিগুণ সরবরাহ করা আবশ্যক । প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ না করলে আমাদের শরীর দূর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে নানান রোগবালাই আমাদের আক্রমন করে ।

তাই শরীর সুস্থ ও সবল রাখার জন্য আমাদের পরিমিত এবং সময়মতো সুষম খাদ্য খেতে হবে। তবে সব বয়সীদের জন্যই একই রকম সুষম খাদ্য নয়। বয়সভেদে বিভিন্ন বয়সের মানুষের সুষম খাদ্যের তালিকা বিভন্ন রকমের হয়।

সুষম খাদ্যের তালিকা
সুষম খাদ্যের তালিকা

শারীরিক অবস্থার তারতম্যের কারণে সুষম খাদ্য গ্রহণের পরিমাণও ভিন্ন ভিন্ন হয় । বিভিন্ন মানুষের সুষম খাদ্যের পরিমাণ বয়স ও অবস্থা ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে । তবে এটাও মনে রাখতে হবে যে,  খাবার শুধু সুষম হলেই হবে না , সময়মতোও খাবার খেতে হবে ।  নিম্নে বিভিন্ন মানুষের সুষম খাদ্যের পরিমাণ দেয়া হলোঃ

শিশুদের সুষম খাদ্যের তালিকা

ক্রমঃ নংখাদ্য তালিকাপরিমাণ(প্রতি বেলা)
০১চালের গুড়া (তরল)৩০ গ্রাম
০২সবজি (কচি পাতা)১০ গ্রাম
০৩পাকা পেঁপে২০ গ্রাম
০৪চিনি/মধু৫ গ্রাম
০৫দুধ৫০ গ্রাম
 মোট১১৫ গ্রাম
শিশুদের জন্য সুষম খাদ্যের তালিকা

প্রাপ্তবয়স্ক মহিলার সুষম খাদ্য

ক্রমঃ নংখাদ্যের নামদৈনিক প্রয়োজনপ্রাপ্ত পুষ্টি উপাদান
০১চাল বা আটা৩৭৫ গ্রামকিলো ক্যালরি-২১০০
০২ডাল৪৫ গ্রামপ্রোটিন- ৫৬ গ্রাম
০৩শাক১৫৫ গ্রামক্যালসিয়াম- ৬০০ মিঃগ্রাম
০৪অন্যান্য সবজি৯০ গ্রামআয়রন- ৪০ মিঃগ্রাম
০৫আলু/মিষ্টি আলু৬০ গ্রামভিটামিন এ- ৩৫০ (আই.ইউ)
০৬মাছ/মাংস/ডিম৬০ গ্রামক্যারোটিনঃ ৭৫০০ মি.গ্রাম
০৭তেল জাতীয় খাবার৬০ গ্রামভিটামিন বি২-১.১ মি.গ্রাম
০৮ফলমূল১টিভিটামিন সি-৫৫ মি.গ্রাম
প্রাপ্তবয়স্ক মহিলার সুষম খাদ্যের তালিকা

গর্ভবতী মায়েদের সুষম খাদ্যের তালিকা

ক্রমঃ নংখাদ্য তালিকাপরিমাণ(প্রতি বেলা)
০১ভাত/রুটি২৬০ গ্রাম
০২টাটকা শাক১২০ গ্রাম
০৩সবজি৮০ গ্রাম
০৪ডাল৪০ গ্রাম
০৫ছোট মাছ বা মাংস৬০ গ্রাম
০৬মৌসুমি ফল১৫০ গ্রাম
০৭চিনি/মধু/গুড়২০ গ্রাম
০৮দুধ২৫০ গ্রাম
০৯ডিম২০ গ্রাম
মোট ১০০০ গ্রাম
গর্ভবতী মায়েদের জন্য সুষম খাদ্য

উত্তর আমেরিকা মহাদেশের দেশসমূহের নাম, রাজধানী ও মুদ্রার নাম

প্রসূতি মায়েদের সুষম খাদ্যের তালিকা :

ক্রমঃ নংখাদ্য তালিকাপরিমাণ(প্রতি বেলা)
০১ভাত/রুটি২৬০ গ্রাম
০২টাটকা শাক, সবজি২০০ গ্রাম
০৩ছোট মাছ৮০ গ্রাম
০৪ডাল৪০ গ্রাম
০৫বড় মাছ বা মাংস৬০ গ্রাম
০৬মৌসুমি ফল২০০ গ্রাম
০৭চিনি/মধু/গুড়৬০ গ্রাম
০৮দুধ৩০০ গ্রাম
মোট ১২০০ গ্রাম
প্রসূতি মায়েদের জন্য সুষম খাদ্য,

প্রাপ্তবয়স্ক পুরুষের সুষম খাদ্য

ক্রমঃ নংখাদ্যের নামদৈনিক প্রয়োজন
০১চাল২৫০ গ্রাম
০২আটা২৫০ গ্রাম
০৩ডাল৩০ গ্রাম
০৪ছোট মাছ৬০ গ্রাম
০৫শাক৯০ গ্রাম
০৬অন্যান্য সবজি৯০ গ্রাম
০৭আলু/মিষ্টি আলু১২৫ গ্রাম
০৮মাছ/মাংস/ডিম৬০ গ্রাম
০৯তেল জাতীয় খাবার৬০ গ্রাম
১০ফলমূল১/২টি
১১তেল৬০ গ্রাম
১২চিনি বা গুড়৩০ গ্রাম
প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক সুষম খাদ্যের তালিকা

পূর্ণবয়স্ক পরিশ্রমী পুরুষের সুষম খাদ্য

ক্রমঃ নংখাদ্য তালিকাপরিমাণ(প্রতি বেলা)
০১ভাত/রুটি২৫০ গ্রাম
০২টাটকা শাক, সবজি২৫০ গ্রাম
০৩ছোট মাছ৮০ গ্রাম
০৪আলু১০০ গ্রাম
০৫বড় মাছ বা মাংস৫০ গ্রাম
০৬মৌসুমি ফল২৫০ গ্রাম
০৭চিনি/মধু/গুড়২০ গ্রাম
০৮দুধ৩০০ গ্রাম
মোট ১৩০০ গ্রাম
পূর্ণবয়স্ক পরিশ্রমী পুরুষের প্রতিদিনের সুষম খাদ্যের তালিকা

তথ্যসূত্রঃ AIS

ঈদুল ফিতর ও ঈদুর আজহার নামাজের নিয়ম ও দোয়া

সুষম খাদ্যের পরিমাণ জেনে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুললে শারিরিক ও অনেকক্ষেত্রে মানসিক সুস্থতা বজায় থাকে। তাই সকলের উচিত নিয়ম মেনে পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার গ্রহণ করা।

Samim Ahmed

Hey! I'm Samim Ahmed (Admin of ShikhiBD). I love to write and read on the topic of current affairs. Since my childhood; I have been an expert in writing feature posts for various magazines.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *