ময়মনসিংহ বিভাগের জেলা ও উপজেলা সমূহ
আজকে এক নজরে ময়মনসিংহ বিভাগের জেলা ও উপজেলার তালিকা নিয়ে আলোচনা করবো। মোমেনশাহীর বাসিন্দাগণ জেনে আনন্দিত হবেন যে, ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ । ২০১৫ সালের ১৪ই সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। ময়মনসিংহ বিভাগের আয়তন ১০,৫৫২ বর্গ কি.মি.।
ময়মনসিংহ বিভাগের জেলা সমূহ
ময়মনসিংহ বিভাগের জেলা সংখ্যা ৪টি । যথাঃ ১। ময়মনসিংহ ২। জামালপুর ৩। নেত্রকোণা ৪। শেরপুর । ময়মনসিংহ বিভাগের উপজেলা সংখ্যা ৩৫টি এবং ইউনিয়ন সংখ্যা ৩৫১টি ।

ময়মনসিংহ বিভাগের উপজেলাসমূহ : ময়মনসিংহ বিভাগে মোট ৩৫টি উপজেলা রয়েছে । জেলাভিত্তিক উপজেলার তালিকা নিম্নরূপঃ
১। ময়মনসিংহ জেলাঃ ময়মনসিংহ জেলায় মোট ১৩টি উপজেলা রয়েছেঃ ১। ময়মনসিংহ সদর ২। ত্রিশাল ৩। ভালুকা ৪। ফুলবাড়িয়া ৫। মুক্তাগাছ ৬। গফরগাঁও ৭। গৌরীপুর ৮।ঈশ্বরগঞ্জ ৯। নান্দাইল ১০। তারাকান্দা ১১। ফুলপুর ১২। হালুয়াঘাট ১৩। ধোবাউড়া
২। জামালপুর জেলাঃ জামালপুর জেলায় মোট ৭টি উপজেলা রয়েছেঃ ১। জামালপুর সদর ২। ইসলামপুর ৩। দেওয়ানগঞ্জ ৪। মাদারগঞ্জ ৫। মেলান্দহ ৬। সরিষাবাড়ী ৭। বকশীগঞ্জ ।
৩। নেত্রকোণা জেলাঃ নেত্রকোণা জেলায় মোট ১০টি উপজেলা রয়েছেঃ ১। নেত্রকোণা সদর ২। পূর্বধলা ৩। দুর্গাপুর ৪। বারহাট্টা ৫। আটপাড়া ৬। মদন ৭। কেন্দুয়া ৮। মোহনগঞ্জ ৯। কমলাকান্দা ১০। খালিয়াজুরী
৪।শেরপুর জেলাঃ শেরপুর জেলায় মোট ৫টি উপজেলা রয়েছেঃ ১। শেরপুর সদর ২। নাকলা ৩। ঝিনাইগাতী ৪। নলিতাবাড়ী ৫। শ্রীবরদী ।
শিশু, মহিলা, পুরুষ কোন বয়সে কতটুকু সুষম খাদ্য প্রয়োজন
ময়মনসিংহ জেলার থানা সমূহ কয়টি ও কি কি?
ময়মনসিংহ জেলা মোট ১৩ টি থানা নিয়ে গঠিতঃ ১) ময়মনসিংহ সদর থানা/উপজেলা, ২) ফুলবাড়ীয়া, ৩) ত্রিশাল, ৪) ভালুকা, ৫) হালুয়াঘাট, ৬) ঈশ্বরগঞ্জ, ৭) নান্দাইল, ৮) গৌরীপুর, ৯) গফরগাঁও, ১০) মুক্তাগাছা, ১১) ধোবাউড়া, ১২) ফুলপুর, এবং ১৩) তারাকান্দা।
ময়মনসিংহ বিভাগের আয়তন কত কিলোমিটার?
মোমেনশাহী বিভাগের মোট আয়তন প্রায় ১০,৪৮৫ বর্গ কিলোমিটার।
ময়মনসিংহ বিভাগের জনসংখ্যা কতজন?
ময়মনসিংহ বিভাগে প্রায় ১,১৩,৭০,০০০ জন জনসংখ্যা রয়েছে।
ময়মনসিংহের সবচেয়ে বড় উপজেলা কোনটি?
ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় উপজেলার নাম ভালুকা। যার আয়তন ৪৪৪.০৫ বর্গ কিলোমিটার প্রায়।
ময়মনসিংহ জেলা কয়টি গ্রাম নিয়ে গঠিত?
ময়মনসিংহ জেলাটি ২০৬ টি মহল্লা, অর্থাৎ ২২০১ টি মৌজা এবং ২৭০৯ টি গ্রাম নিয়ে পরিবেষ্টিত।
দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম, রাজধানী, মুদ্রা
ময়মনসিংহ বিভাগের জেলা সমূহ, থানা এবং উপজেলাসহ মোমেনশাহী বিভাগের আয়তন এই বিষয়গুলোর কোন টপিকে গ্যাপ থাকলে, কিংবা তথ্য আপডেট হলে ক্রুটি সংশোধনের জন্য মন্তব্য করে জানাবেন প্লিজ।



