বরিশাল বিভাগের জেলা ও উপজেলা সমূহ
বাংলাদেশের অসংখ্যা নদ-নদী বিধৌত বিভাগ হচ্ছে বরিশাল বিভাগ । ১৯৯৩ সালের ১লা জানুয়ারি খুলনা বিভাগের ৬টি জেলা নিয়ে বরিশাল বিভাগের যাত্রা শুরু হয় । বরিশাল বিভাগে ৬টি জেলা এবং ৪২টি উপজেলা রয়েছে ।
বরিশাল বিভাগের জেলা ও উপজেলা সমূহ

বরিশাল বিভাগের জেলা সমূহ: বরিশাল বিভাগের জেলাসমূহঃ বরিশাল বিভাগে মোট ৬টি জেলা রয়েছে । জেলাসমূহ হচ্ছে – ১। বরিশাল ২। পটুয়াখালী ৩। ভোলা ৪। পিরোজপুর ৫। বরগুনা ৬। ঝালকাঠী
বাংলাদেশের ৬৪ জেলার ভ্রমণস্পট ও দর্শনীয় স্থান সমূহ জেনে রাখুন
বরিশাল বিভাগের উপজেলা সমূহ : বরিশাল বিভাগে মোট ৪২টি উপজেলা রয়েছে । জেলাওয়ারি উপজেলাসমূহ হচ্ছে –
১। বরিশাল জেলাঃ বরিশাল জেলায় মোট ১০টি উপজেলা আছে । আগৈলঝরা, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারিপাড়া , গৌরনদী, হিজলা, বরিশাল সদর, মেহেন্দিগঞ্জ, মুলাদি, উজিরপুর ।
২। পটুয়াখালী জেলাঃ পটুয়াখালী জেলায় মোট ৮টি উপজেলা রয়েছেঃ পটুয়াখালী সদর, বাউফল, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকি, রাঙ্গাবালী ।
৩। ভোলা জেলাঃ ভোলা জেলায় মোট ৭টি উপজেলা রয়েছেঃ ভোলা সদর, তজমুদ্দিন, দৌলতখান, বোরহানউদ্দিন, মনপুরা, লালমোহন, চরফ্যাশন ।
৪। পিরোজপুর জেলাঃ পিরোজপুর জেলায় ৭টি উপজেলা রয়েছেঃ কাউখালী , নাজিরপুর, নেছারাবাদ(স্বরূপকাঠি), পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া, ইন্দুরকানী ।
৫।বরগুনা জেলাঃ বরগুনা জেলায় ৬টি উপজেলা রয়েছেঃ বরগুনা সদর, আমতলী, পাথরঘাটা, বেতাগি, বামনা, তালতলী ।
৬। ঝালকাঠি জেলাঃ ঝালকাঠি জেলায় ৪টি উপজেলা রয়েছেঃ ঝালকাঠি সদর, কাঁঠালিয়া, নলছিটি, রাজাপুর।
ক্রিকেট মাঠের মাপ, পিচের মাপ ও খেলার নিয়ম কানুন
তো পাঠক! বরিশাল বিভাগের জেলা ও উপজেলা সমূহ কিন্তু অনেক পাবলিক পরীক্ষার প্রশ্নপত্রে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। সুতরাং আমাদের আর্টিকেলটি দ্বারা নূন্যতম উপকৃত হলে, কমেন্টে ধন্যবাদ জানাবেন প্লিজ।



