ইতালির বিভিন্ন তথ্য : আয়তন, মুদ্রা, সময় ইত্যাদি
ইতালির বিভিন্ন তথ্য যা আমাদের প্রায়ই প্রয়োজন হয়, আসুন আজকের পোস্ট থেকে অল্প সময়ে জেনে নিই : ইতালি ইউরোপ মহাদেশের ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভূক্ত একটি দেশ। দেশটির ৮৪% লোক খ্রিষ্টান, ১২% নাস্তিক, ১% মুসলিম এবং বাকি ৩% অন্যান্য ধর্মের অনুসারী । ইতালির উত্তর সীমান্তে আল্পস পর্বতমালা, সুইজারল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও স্লোভেনিয়া এবং দক্ষিণে ভূমধ্যসাগর অবস্থিত ।

ইতালির বিভিন্ন তথ্য : আয়তন, মুদ্রা, সময় ইত্যাদি
ইতালির আয়তন কত
ইতালির আয়তন ৩, ০১,৩৩৮ বর্গ কিলোমিটার।
ইতালির জনসংখ্যা কত
জনসংখ্যা ২০১৮ সালের হিসেব অনুযায়ী ইতালির জনসংখ্যা ৬,০৩,৫৯,৫৪৬ জন।
ইতালির রাজধানীর নাম কি
ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম ।
ইতালির মুদ্রার নাম কি
ইতালি ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত । ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা রয়েছে। সে হিসেবে ইতালির মুদ্রার নাম হচ্ছে ইউরো।
ইতালি ১ টাকা বাংলাদেশের কত
ইতালির ১ টাকা বাংলাদেশের ১২৫.৩৬ টাকা । এটা ২০২৪ সালের ডিসেম্বর মাসের হিসেব অনুযায়ী । অন্তর্জাতিক অর্থনৈতিক উত্থান-পতনের কারণে ইউরোর মান কম/বেশি হয়ে থাকে।
জানাজার নামাজের নিয়ম ও দোয়া (অর্থ ও উচ্চারণসহ)
ইতালির ডায়ালিং কোড কত
ইতালির ডায়ালিং কোড +39
ইতালির ভাষার নাম কি
ইতালির রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ইতালিয়ান ।
মাশরুম চাষ পদ্ধতি । মাশরুম এর উপকারিতা ও লাভ
ইতালির টাইম জোন
ইতালির টাইম জোন হচ্ছে GMT +1 hour.
ইতালি ও বাংলাদেশের সময়ের পার্থক্য
ইতালির সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে ৫ ঘণ্টা । সে হিসেবে ইতালিতে যখন ভোর ৫টা বাজে তখন বাংলাদেশে বাজে সকাল ১০ টা।
ইতালিতে এখন কয়টা বাজে
যেহেতু ইতালির সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে ৫ ঘণ্টা । সে হিসেবে ইতালিতে যখন ভোর ৫টা বাজে তখন বাংলাদেশে বাজে সকাল ১০ টা।
ইতালি সম্পর্কে আরও বিভিন্ন তথ্য জানতে পারেন উইকিপিডিয়া থেকেও। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টবক্সে জানাতে পারেন। ধন্যবাদ ।



