৪র্থ শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন ২০২৪
৪র্থ শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন ২০২৪ : চতুর্থ শ্রেণির সব বিষয়ের প্রশ্ন ফটো, টাইপিং ও পিডিএফ কপি দেয়া হলো । আপনারা আপনাদের সুবিধামতো ফরম্যাটটি ব্যবহার করতে পারবেন।
৪র্থ শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন ২০২৪
৪র্থ শ্রেণির বাংলা প্রশ্ন ২০২৪
১ম প্রান্তিক মূল্যায়ন – ২০২৪ খ্রি.
১০১ নং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ক্লাস্টারঃ দিগনগর , মুকসুদপুর, গোপালগঞ্জ ।
শ্রেণিঃ ৪র্থ
বিষয়ঃ বাংলা
সময়ঃ ২:৩০ ঘন্টা পূর্ণমানঃ ১০০
নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর লিখ ।
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি দুমাসে হয় একটি ঋতু। যেমন বৈশাখ ও জৈষ্ঠ মাস হলো গ্রীষ্মকাল। এরপর আষাঢ় ও শ্রাবণ মিলে বর্ষাকাল। এভাবে ভাদ্র ও আশ্বিন মিলে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল। পৌষ আর মাঘ মাস হলো শীতকাল। ফাল্গুন ও চৈত্র এ দুমাস হলো বসন্তকাল। পৃথিবীর সব দেশে কিন্তু দুমাসে একটি ঋতু হয় না। অনেক দেশে দুটি কি তিনটি ঋতু দেখা যায়। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ। গ্রীষ্মকালে মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু প্রচুর পরিমাণে পাওয়া যায়।
১। নিচের শব্দগুলোর অর্থ লেখ(৫টি): (১×৫)=৫
ইলশেগুঁড়ি, মুষলধারে, বর্ষাকাল, অসহ্য, বিচিত্র, নবান্ন।
২। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখঃ ২+৪+৪=১০
ক) বাংলাদেশে কয়টি ঋতু ও কী কী ?
খ) কোন কোন মাস মিলে বর্ষাকাল ? এ ঋতুর বর্ণনা দাও ।
গ) কোন কোন মাস মিলে গ্রীষ্মকাল ? এ সময় কী কী ফল পাওয়া যায় ?
প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
১৯২০ সালের ১৭ই মার্চ। দিনটি ছিল বুধবার। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া। সেই গ্রামের শেখ পরিবারে জন্ম হলো একটি শিশুর । বাবা শেখ লুৎফর রহমান আদর করে শিশুর নাম রাখলেন খোকা। খোকা খুব আদরের নাম। বাংলার প্রায় সব ঘরেই প্রথম পুত্র সন্তানের নাম রাখা হয় খোকা ।
৩। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেয়া হলো । উপযুক্ত শব্দটি বসিয়ে (১×৫)=৫
শূন্যস্থান পূরণ করঃ
শব্দ | শব্দার্থ |
আবদার | বায়না |
নিবিড় | সুচারুভাবে |
মুগ্ধ | বিমোহিত |
উদারতা | সরলতা |
হতাশ | কোন কিছু না পাওয়ার আক্ষেপ |
ক) ছেলের …… শুনে মা হতবাক হয়ে গেলেন ।
খ) সামান্য কারণেই……….. হওয়া ঠিক নয় ।
গ) বন্ধুর সাথে সম্পর্ক …… হওয়াই ভালো।
ঘ) আমি নাটকটি দেখে…….. হয়েছি ।
ঙ) ……………. মানুষকে মহান করে।
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ (৫×৩)=১৫
ক) বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেন ?
খ) বঙ্গবন্ধু কোথায় জন্মগ্রহণ করেন ? তাঁর পিতার নাম কী ?
গ) বঙ্গবন্ধু সম্পর্কে তিনটি বাক্য লেখ।
৫। বিপরীত শব্দ লেখ (৫টি) : (১×৫)=৫
মুক্তি, সাহস, ভেজা, বন্ধু, গরিব, নিচে, গরম।
৬। বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখঃ ৫
আমি আজ স্কুলে যেতে পারবো না আমার ছোট বোনটার খুব অসুখতাই সে একটা চিঠি
তার ক্লাসের বন্ধু শেখরকে অন্যটা তার ক্লাসের স্যারকে লিখল তুমি লতিফ স্যারকে
চিঠিটা দিবে আর আমার বিপদের কথা বলবে
৭। নিচের যেকোনো ৫টি যুক্তবর্ণ বিভাজন কর এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দ
দ্বারা একটি করে বাক্য তৈরি করঃ ক্ল, দ্র, ক্ষ, প্ত, জ্ঞ, ন্ত, ন্ম । (২×৫)=১০
৮। এক কথায় প্রকাশ কর (৫টি) : (১×৫)=৫
ক) নদী মাতা যার।
খ) বেশি কথা বলে যে।
গ) মেধা আছে যার।
ঘ) অনেকের মধ্যে এক।
ঙ) আকাশে যে চরে।
চ) মহান যে নারী।
৯। ক্রিয়া পদের চলিত রূপ লেখ(৫টি) : (১×৫)=৫
আসিতেছে, গাহিব, উড়াইব, বলিলেন, হইল, দেখিলেন।
১০। নিচের কবিতাংশটি পড়ে উত্তর লেখঃ ২+৫+৩= ১০
মুজিব মানে আর কিছু না,
মুজিব মানে মুক্তি।
পিতার সাথে সন্তানের
না লেখা প্রেম চুক্তি।
মুজিব মানে আর কিছু না,
মুজিব মানে শক্তি।
উন্নত শীর বীর বাঙালির
চিরকালের ভক্তি।
ক) কবিতাংশটি কোন কবিতা্র অংশ? কবির নাম কী ?
খ) মুজিব কে ছিলেন ?
গ) “মুজিব মানে মুক্তি” দ্বারা কবি কী বুঝিয়েছেন ?
১১। মনে কর, তুমি সুমন/সুমনা। তুমি ফুলকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
তোমার শ্রেণি রোল ২। তুমি বিদ্যালয়ের পাঠাগার থেকে বই নিতে চাও। তাই প্রয়োজ তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ করঃ ৫
ছাড়পত্রের ফরম
১। নামঃ……………………………………………
২। বিদ্যালয়ের নামঃ…………………………………
৩। শ্রেণি………………… ৪। রোলঃ…………………..
৫। বই গ্রহণের তারিখঃ…………………….. ৬। বই ফেরত দেওয়ার তারিখঃ……………………….
শিক্ষার্থীর স্বাক্ষর………………………………….
১২। মনে কর তোমার নাম সাব্বির/সাবিনা। তোমার বোনের বিবাহ উপলক্ষ্যে তিন দিনের
ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা দরখাস্ত লেখ। ১০
১৩। ২০০ শব্দের মধ্যে নিচের যেকোনো একটি বিষয় অবলম্বনে রচনা লেখঃ ১০
ক) বাংলাদেশের প্রকৃতি ।
সংকেতঃ ভূমিকা, বাংলার প্রকৃতি, বাংলার অনন্য রূপ বৈচিত্র, উপসংহার ।
খ) বাংলার খোকা ।
সংকেতঃ ভূমিকা, জন্ম, শিক্ষা, সংগ্রামী জীবন, উপসংহার ।
গ) আমাদের বিদ্যালয়।
সংকেতঃ ভূমিকা, বিদ্যালয়ের অবস্থান, ছাত্র-ছাত্রী ও শিক্ষক,
খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ফলাফল, উপসংহার ।
৪র্থ শ্রেণির ইংরেজি প্রশ্ন ২০২৪
1st Terminal Assesment-2024
199 No. Moksed Munshi Nishonka Govt. primary school
Dignagar Cluster, Muksudpur Upazila,
Class- 4
Subject- English
Time:2:30 Hours Full Marks:100
Read the passage carefully and answer the following questions:
Mita is in class 4.She gets up at six o’clock. She washes her face. She has breakfast at seven o’clock. Then, she brushes her teeth. She goes to school at nine o’clock. She walks to her school. After school , she visits her grandmother at three o’clock. Then Mita return home at five o’clock.
1.match the words of Colum A with their meaning that is mentioned in
the text in the column B. 5
Column A | Column B |
BreakfastVisitSchoolReturnhome | Come backA place where students go to learnThe first meal of the dayA place where people liveTo look over someone |
2. Write True or False: 6
a) Mita read in class 5. b) She gets up early in the morning.
c) She brushes her teeth after breakfast. d) She goes to school on foot.
e) She return home after school. f) Her school is from 9 am to 4 pm.
3. Answer the following questions : 12
a) What is the passes about ? b) When does Mita get up?
c) How does she go to school ? d) What does she do at 3 pm ?
e) When does Mita return home ?
f)What does Mita do before going to school ? Witte in two sentences.
4.Write a short composition about Your Daily Routine or Yourself in
at least 5 sentences: 10
Read the text and answer the question 5,6 and 7
It was summer. The day was very hot. A crow became very thirsty. It flew here and there in quest of water. But it did not find water any where. At last it saw a jar. It flew down to it. But the water was at the bottom of the jar. So it could not drink water. It tried to overturn the jar, but failed. At last it saw some pebbles near the jar. It picked up the pebbles one and dropped them into the jar. The water of the jar was up the crow drank water and flew away.
5. Fill the blanks with the given words in the box: 5
water | pebbles | and | anywhere | overturn |
- The crow flew here and there in search of……….
- It did not find water……
- It failed to……….. the jar.
- It dropped …..into the jar.
- The water came up ……..the crow drink it.
6. Write True or False: 6
a) It was summer.
b) The day was very cold.
c) The crow became very thirsty.
d) It flew here and there in quest of shade.
e) At last it saw some pebbles near jar.
7. Answer the following questions : 10
a) who was thirsty?
b) Why did it fly here and there ?
c) Why could it not drink the water ?
d) How was the day ?
e) Where were the pebbles ?
8. suppose you are sujon / sunjana. Your friend is Nafis / Nafisa.
He / She wants to know about your hobby. Now write a letter
to your friend about your hobby. 10
9. Make the WH questions from the given sentences with who,
when, where, why, which and How using underline words: 10
a) Farzana and Jamil are from kushtia.
b) Farzana is 9 years old.
c) Mita gets up early in the morning.
d) She wants a red pen.
e) Maliha is from palashpur.
10. Fill in the blanks by writing the so that they make sense. 6
I am sweety. I get up (a)……At first I say my prayer at (b)……
I have breakfast at (c)…….Then I start for school at (d)…..
Our school starts at (e)…..Generally our school closes at (f)…..
11. Re-arrange words the correct in order to make meaningful
sentence: 10
a) name, is, hasan, my
b) ten, am, I, old, years
c) class, in, I, five, read
d) you, in ,do, live, Dhaka?
e) want I, a, teacher, be ,to
12. Fill in the following from for yourself to submit it with an
application: 10
a) Name……………….. b) Father’s name……………..
c) Mother’s name………. d) Date of birth ……………… e) Class………………..Roll……………………..
সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও জীবন বৃত্তান্ত
৪র্থ শ্রেণির ইংরেজি প্রশ্ন ২০২৪ PDF
৪র্থ শ্রেণির গণিত প্রশ্ন ২০২৪
৩য় প্রান্তিক মূল্যায়ন – ২০২৩ খ্রি.
১০১ নং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ক্লাস্টারঃ দিগনগর , মুকসুদপুর, গোপালগঞ্জ ।
শ্রেণিঃ ৪র্থ
বিষয়ঃ গণিত
সময়ঃ ২:৩০ ঘন্টা পূর্ণমানঃ ১০০
১ ও ১১ নং সহ যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও ।
১। সংক্ষেপে উত্তর উত্তরপত্রে লিখঃ (১×২০)=২০
ক) অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে ?
খ) একাধিক সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কোন ভগ্নাংশটি বড় হবে ?
গ) ১.৮+০.২ = কত ? ঘ) ১ ঘণ্টা = কত সেকেন্ড ?
ঙ) উপাত্ত কত প্রকার ? চ) এক চতুর্থাংশকে অংকে লেখ।
ছ) লব ৩ এবং হর ৮ হলে ভগ্নাংশটি কত ?
জ) ১.৪৬৯ সংখ্যাটিতে ৯ এর স্থানীয় মান কত ?
ঝ) ভগ্নাংশটির হর ও লব কত ?
ঞ) ৬০’ কোণের সম্পূরক কোণ কত ?
ট) ১ বছরের অংশে কত মাস ?
ঠ) তরল পদার্থ পরিমাপের একক কী ?
ড) আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী ?
ঢ) ৩০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ?
ণ) ১ মিটার = কত সেন্টিমিটার ?
ত) আন্তর্জাতিক রীতিতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয় ?
থ) ট্যালি চিহ্নে কততম সংখ্যাটি আড়াআড়ি বসাতে হয় ?
দ) ত্রিভুজ কাকে বলে ? ধ) কোণভেদে ত্রিভুজ কত প্রকার ?
ন) রশ্মির কয়টি প্রান্তবিন্দু থাকে ?
২। সবুজের বাড়ি বিদ্যালয় থেকে কিমি. পশ্চিমে অবস্থিত । মিতুর বাড়ি
বিদ্যালয় থেকে কিমি. পূর্বে অবস্থিত।
ক) সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিমি. ? ৪
খ) মিতুর বাড়ি সবুজের বাড়ির তুলনায় বিদ্যালয় থেকে কত দূরে ? ৪
৩। একজন কৃষক তার সবজি ক্ষেতের অংশে বেগুন, অংশে বাঁধাকপি
এবং অংশে ফুলকপি চাষ করেন ।
ক) কৃষক তার ক্ষেতের মোট কত অংশে চাষ করেন ? ৪
খ) কৃষকের সবজি ক্ষেতে কত অংশে খালি রয়েছে ? ৪
৪। গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে ৮.২ কিমি. পশ্চিমে অবস্থিত। সীমার বাড়ি বিদ্যালয়
থেকে ৯ কিমি. পূর্বে অবস্থিত ।
ক) গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিমি. ? ৪
খ) বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা
কত কিমি. বেশি? ৪
৫। এপ্রিল মাসের পরপর দুই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রী সেলসিয়াস এবং
২৮.৮ ডিগ্রী সেলসিয়াস ।
ক) দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত ? ৪
খ) দুই দিনের মোট তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস ? ৪
৬। রাজু তার পরিবারের জন্য ১.৫ কেজি মাংস কিনল । তা থেকে কিছু পরিমাণ মাংস
খাওয়ার পর ৮৯৫ গ্রাম অবশিষ্ট রইল ।
ক) ১.৫ কেজিকে গ্রামে প্রকাশ কর। ৪
খ) অবশিষ্ট মাংসকে কেজিতে প্রকাশ কর। ৪
৭। রূপন্তির আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য ৮ মিটার ও প্রস্থ ৬.১ মিটার।
ক) আয়তাকার বাগানের প্রস্থকে সেন্টিমিটারে প্রকাশ কর। ৪
খ) আয়তাকার বাগানের পরিধি নির্ণয় কর। ৪
৮। পায়েল ৪ দিন ১৭ ঘণ্টা ও অর্পিতা ৩ দিন ২৩ ঘণ্টা ভ্রমণ করল। ।
ক) তারা দুজন মোট কত সময় ভ্রমণ করল ? ৪
খ) পায়েল অপেক্ষা অর্পিতা কত সময় বেশি ভ্রমণ করেছিল ? ৪
৯। মাকসুদা বেগমের ৩ মাস ৩ সপ্তাহ ২ দিনের ছুটি পাওনা আছে। তিনি ২ মাস ৪ সপ্তাহ
৩ দিনের ছুটি নিলেন ।
ক) ৪ সপ্তাহে কত ঘণ্টা ? ৪
খ) মাকসুদা বেগম আর কত দিনের ছুটি নিতে পারবেন ? ৪
১০। ২০ জন শিক্ষার্থীর বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া হলোঃ
৫২, ৪৮, ৬২, ৫৭, ৪৩, ৫৫, ৬৫, ৯১, ৬২, ৬০,
৬০, ৫৫, ৫৭, ৬০, ৫২, ৬০, ৫৭, ৬০, ৫৭, ৬০
ক) প্রদত্ত সারণিটি ট্যালি চিহ্ন দিয়ে প্রকাশ কর। ৪
খ) কোন উপাত্তটি বেশিবার আছে এবং উপাত্ত গুলোর মধ্যে সর্বোচ্চ ও ৪
সর্বনিম্ন নম্বর কত ?
১১। ক) চিত্রসহ সংজ্ঞা লেখঃ যেকোন ২টি – (৮×২)=১৬
ক) সমবাহু ত্রিভুজ খ) বিষমবাহু ত্রিভুজ গ) সমকোণী ত্রিভুজ
ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের নিয়ম
৪র্থ শ্রেণির গণিত প্রশ্ন ২০২৩ ৩য় প্রান্তিক মূল্যায়ন পিডিএফ
৪র্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন ২০২৪
১ম প্রান্তিক মূল্যায়ন-২০২৪
১৯৯ নং মোকসেদ মুন্সী নিঃশঙ্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়
ক্লাস্টারঃ দিগনগর , মুকসুদপুর, গোপালগঞ্জ ।
শ্রেণিঃ ৪র্থ
বিষয়: প্রাথমিক বিজ্ঞান
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান: ১০০
১। নিচের প্রশ্ন গুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখ: ২×১৫=৩০
ক) আবাসস্থল বলতে কী বোঝ ?
খ) উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কী গ্রহণ করে ?
গ) প্রাকৃতিক পরিবেশের দুইটি উপাদানের নাম লিখ ।
ঘ) পরিবেশ কাকে বলে ?
ঙ) মেরু অঞ্চলের দুইটি প্রাণীর নাম লেখ।
চ) দুইটি জৈব সারের নাম লিখ ।
ছ) প্রাকৃতিক পরিবেশের দুইটি উপাদানের নাম লেখ ।
জ) ফসল আবর্তন কী ?
ঝ) সার কত প্রকার ও কী কী ?
ঞ) মাটি সংরক্ষণ বলতে কী বোঝায় ?
ট) রিসাইকেল কী ?
ঠ) ভিটামিন কত প্রকার ?
ড)আয়োডিনের অভাবে কী রোগ হয় ?
ঢ) পানিতে জন্মানো ২টি উদ্ভিদের নাম লেখ ।
ণ) প্রাণী খাদ্যের জন্য কীসের উপর নির্ভরশীল ?
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর : (১২ টি ) ১×১২=১২
ক) পানি ছাড়া কোনো……..বাঁচতে পারেনা ।
খ) প্রাণী তার খাদ্য ……..জন্য পানি পান করে ।
গ) জীবের জন্য …… অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
ঘ) মানুষ বনের …… কেটে রাস্তা তৈরি করে ।
ঙ) উদ্ভিদ নিজের …. নিজেই তৈরি করে ।
চ) ভিটমিন ……….প্রকার ।
ছ) উট তার পিঠের কুজে …… জমিয়ে রাকে ।
জ) লবনাক্ত পানির বিশাল ভান্ডার হলো……।
ঝ) উদ্ভিদ …… ত্যাগ করে ।
ঞ) কম্পোস্ট একটি ……… সার ।
ট) ………হচ্ছে পৃথিবির উপরি ভাগের নরম আবরণ ।
ঠ) উদ্ভিদ ও প্রাণী …….বিভিন্ন স্থানে বাস করে ।
ড) তিমি …….. বাস করে ।
ঢ) উদ্ভিদ …… থেকে শক্তি পেয়ে থাকে ।
৩। বাম পাশের বাক্যগুলোর সাথে ডান পাশের বাক্যগুলোর মিল কর : ১০
বাম পাশ | ডান পাশ |
ক) প্রাকৃতিক দুর্যোগ | ক) যেখানে সেখানে আবর্জনা ফেলা |
খ) অজৈব সার | খ) চাল |
গ) মেরু অঞ্চলের প্রাণী | গ) বন্যা, খরা |
ঘ) মাটি দূষণের কারণ | ঘ) ভালুক |
ঙ) খাদ্যশস্য | ঙ) ইউরিয়া |
চ) ফসল আবর্তন |
৪। নিচের প্রশ্নগুলো হতে যে কোনো ৮ টি প্রশ্নের উত্তর দাও : ৬×৮=৪৮
ক) মানুষ কীভাবে পরিবেশের পরিবর্তন করছে সে সমন্ধে ৬ টি বাক্য লিখ ।
খ) আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে ৩টি পার্থক্য লিখ ।
গ) ক্যাকটাস ও উট কীভাবে মরুভূমিতে টিকে থাকে সে সম্পর্কে ৪টি বাক্য লিখ ।
ঘ) মাটি কী ? মাটি দূষণের ৪টি কারণ লিখ ।
ঙ) ইউরিয়া কী? কী কী উপায়ে মাটি দূষণ রোধ করা যায় সে সম্পর্কে ৪টি বাক্য লিখ ।
চ) ভিটামিন এর অভাবজনিত তিনটি রোগের নাম ও কারণ লেখ।
ছ) পুষ্টি কী ? পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে ৪টি বাক্য লিখ ।
জ) উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয় সে সম্পর্কে ৪টি বাক্য লিখ ।
ঝ) উদ্ভিদ ও প্রাণীর মধ্যে ৪টি পার্থক্য লিখ ।
ঞ) সুষম খাদ্য কেন প্রয়োজন ৬টি বাক্যে লেখ ।
৪র্থ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন ২০২৪ পিডিএফ
৪র্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্ন ২০২৪
১ম প্রান্তিক মূল্যায়ন – ২০২৪ খ্রি.
১০১ নং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ক্লাস্টারঃ দিগনগর , মুকসুদপুর, গোপালগঞ্জ ।
শ্রেণিঃ ৪র্থ
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সময়ঃ ২:০০ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমানঃ ১০০
১। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও: (২×১৫)=৩০
ক) প্রাকৃতিক পরিবেশের দুইটি উপাদানের নাম লেখ।
খ) বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন কেন ?
গ) সামাজিক পরিবেশের তিনটি উপাদানের নাম লেখ।
ঘ) গাছ থেকে আমরা কী পাই ?
ঙ) চাকমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী ? চ) নাগরিক বলতে কী বোঝ ?
ছ) সাঁওতালদের একটি উৎসবের নাম লেখ।
জ) দুইটি রাজনৈতিক অধিকারের নাম লেখ।
ঝ) মারমাদের উৎসব এর নাম কী ?
ঞ) অর্থনৈতিক অধিকার কাকে বলে ? ট) মূল্যবোধ বলতে কী বোঝ ?
ঠ) সুনাগরিকের দুইটি বৈশিষ্ট্য লেখ।
ড) বৈষম্য বলতে কী বোঝ ? ঢ) একটি সামাজিক অধিকারের নাম লেখ।
ণ) কত বছর বয়সে একজন নাগরিক ভোটাধিকার লাভ করেন ?
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে খাতায় লেখ। (যেকোনো ১২টি) (১×১২)=১২
ক) প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে…………. পরিবেশ গঠিত। ।
খ) সামাজিক পরিবেশও প্রকৃতির উপর……. ফেলে ।
গ) বৃষ্টি মাটির জন্য …………….. ।
ঘ) শুষ্ক এলাকায় গাছ ও ফসল ………… জন্মে।
ঙ) দেশের উন্নয়নে নারী ও পুরুষের ………. অবদান রয়েছে।
চ) মারমারা ….. পদ্ধতিতে চাষ করে ।
ছ) নারী ও পুরুষের মাঝে কোনো………… করা উচিত নয় ।
জ) বাংলাদেশে ……….টিরও অধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আছে।
ঝ) চাকমাদের প্রধান খাদ্য…………. ।
ঞ) কেউ বিপদে পড়লে তাকে …… করো।
ট) পরিবারে আমরা সবাই মিলেমিশে …………. বসবাস করি।
ঠ) আমাদের বেশি করে ……… লাগানো উচিত ।
৩। বাম পাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল কর। (২×৫)=১০
বাম পাশ | ডান পাশ |
ক) মনিপুরিরা খ) প্রতিবছর সাঁওতালরা গ) যাদের হাঁটা-চলায় সমস্যা ঘ) বাংলাদেশে ৪৫টিরও অধিক ঙ) সামাজিক পরিবেশও প্রকৃতির উপর | তাদের চলাচলে সাহায্য করব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আছে। প্রভাব ফেলে। পাঁচটি উৎসব পালন করে। শিংজু বা সিঞ্চো নামের খাবার খায়। তারা কষ্ট পাবে। |
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: (যেকোনো ৮টি) (৬×৮)=৪৮
ক) আমাদের সামাজিক পরিবেশে আদ্র জলবায়ুর প্রভাব কী সে সম্পর্কে ৬টি বাক্য লেখ।৬
খ) প্রাকৃতিক পরিবেশ কাকে বলে ? প্রাকৃতিক পরিবেশের ৪টি বৈশিষ্ট্য লেখ। ২+৪=৬
গ) পরিবারে ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ সম্পর্কে ৬
৬টি বাক্য লেখ।
ঘ) আমরা ভালো আচরণ কেন করবো? ভালো আচরণ সম্পর্কে ৫টি বাক্যলেখ।১+৫=৬
ঙ) নাগরিক অধিকতার বলতে কী বোঝ ? রাষ্ট্রের কাছে আমরা কয় ধরনের নাগরিক
অধিকার পাই? ২+৪=৬
চ) মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী ? তাদের জীবনধারা সম্পর্কে
৫টি বাক্য লেখ। ১+৫=৬
ছ) বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূ-প্রকৃতি কীভাবে আলাদা, সে সম্পর্কে ৬
৬টি বাক্য লেখ।
জ) মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য লেখ। ৬
ঝ) রাজনৈতিক অধিকার বলতে কী বোঝ? ৫টি রাজনৈতিক অধিকারের নাম লেখ। ১+৫=৬
ঞ) আমাদের জাতির পিতার ডাক নাম কী ছিল? তাঁর সম্পর্কে ৫টি বাক্য লেখ। ১+৫=৬
৪র্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্ন ২০২৪ পিডিএফ
৪র্থ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা ২০২৪
৩য় প্রান্তিক মূল্যায়ন – ২০২৩ খ্রি.
১০১ নং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ক্লাস্টারঃ দিগনগর , মুকসুদপুর, গোপালগঞ্জ ।
শ্রেণিঃ ৩য়
বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা
সময়ঃ ২:৩০ ঘণ্টা পূর্ণমানঃ ১০০
১। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখঃ (২ × ১৫)=৩০
ক) এ পৃথিবীর সর্বপ্রথম মানুষ কে ?
খ) আব্বা-আম্মা খুশি থাকলে কী লাভ হয় ?
গ) আমাদের মহানবি (সা.) এর নাম কী ?
ঘ) আরবি বর্ণমালা কয়টি ?
ঙ) সহপাঠীর অসুখ হলে কী করব ?
চ) হরকত কাকে বলে ?
ছ) আল-আমিন অর্থ কী ?
জ) নুকতা কাকে বলে ?
ঝ) জীবে দয়া করলে আল্লাহ কী হন ?
ঞ) তানবীন কাকে বলে ?
ট) মহানবি (স.) কত বছর বয়সে নবুয়ত লাভ করেন ?
ঠ) সুরা ফাতিহার আয়াত সংখ্যা কত ?
ড) পিতার অসন্তুষ্টিতে কে অসন্তুষ্ট ?
ঢ) মহানবি (স.) একটি শান্তি ও সেবাসংঘ গঠন করেন, সেটির নাম কী ?
ণ) হিজরত অর্থ কি ?
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ(১২টি) (১ × ১২)=১২
ক) আরবি ভাষায় নুকতা ছাড়া……টি অক্ষর আছে ।
খ) আরবি পড়তে হয়………. দিক থেকে ।
গ) সহপাঠী অর্থ ………. । ঘ) স্বরচিহ্নকে আরবি ভাষায়…….. বলে।
ঙ) আরবি…..টি হরফে নুকতা আছে । চ) সত্য মানুষকে………….দেয় ।
ছ) আরবি হরফ দীর্ঘ করে টেনে পড়াকে………… বলে ।
জ) মাদ্দের হরফ………. টি।
ঝ) কুরআন মজিদের ভাষা……. । ঞ) মিথ্যাবাদীকে কেউ……….. না ।
ট) যে আগে সালাম দেবে, সে বেশি ……. পাবে।
ঠ) পশু-পাখি কাউকে ……. দিতে নেই।
৩। বাম পাশের বাক্যগুলোর সাথে ডানপাশের বাক্যগুলো মিল করঃ (২ × ৫)=১০
বাম পাশ | ডান পাশ |
ক. আমরা আব্বা-আম্মার সাথে | খুশি হন |
খ. আমরা সকলে একে অপরের | ভাই |
গ. সালাম দিলে আল্লাহ | মহাপাপ |
ঘ. পড়ার সাথী | ঝগড়া করব না |
ঙ. মিথ্যা বলা | সহপাঠী |
দেখতে যাবো |
৪। নিচের প্রশ্নগুলো হতে যেকোন ৮টি প্রশ্নের উত্তর দাওঃ (৬ × ৮)=৪৮
ক) সুরা ফাতিহার বাংলা অনুবাদ লিখ। ৬
খ) মিথ্যা বলা কী ? ‘সত্য মানুষকে মুক্তি দেয় –এ সম্পর্কে চারটি বাক্য লেখ। ২+৪=৬
গ) আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ কে ? তিনি কত তারিখে জন্মগ্রহণ করেন ?
তাঁর আব্বা-আম্মার নাম কী ? ২+২+২=৬
ঘ) ছোটবেলায় মহানবি (স.) এর স্বভাব-চরিত্র কেমন ছিল তা বিষয়ে চারটি বাক্যে । ৬
ঙ) সালাম দেওয়া কী? এর দ্বারা কী উপকারিতা লাভ করা যায় তা পাঁচটি ১+৫=৬
বাক্যে লেখ।
চ) হিলফুল ফুযুল কে গঠন করেন ? এটি গঠনের ৪টি উদ্দেশ্য লিখ। ২+৪=৬
ছ) কুরআন মজিদ কার বাণী ? কুরআন মজিদ পড়া সম্পর্কে মহানবি (স.) কী ২+৪=৬
বলেছেন?
জ) জীবে দয়া করলে আল্লাহ্ কী হন ? আমরা জীবের প্রতি কীভাবে দয়া দেখাবো তা
৪টি বাক্যে লেখ । ২+৪=৬
ঝ) মহানবি (স.) এর জন্মের সময় আরব দেশের লোকেরা কেমন ছিল তা ৪টি ৬
বাক্যে লেখ ।
ঞ) সহপাঠী কারা ? সহপাঠীদের সাথে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত? ১+৫=৬
সম্পর্কে পাঁচটি বাক্য লেখ ।
৪র্থ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা ২০২৪ পিডিএফ
৪র্থ শ্রেণির সকল বিষয়ের প্রশ্ন ২০২৪ পোস্টটি আপনাদের উপকারে আসলে আমাদের শ্রম স্বার্থক হবে। পোস্টটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না । ধন্যবাদ